রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন

মিস ইউনিভার্সে অংশগ্রহণ নিয়ে মিথ্যাচার করেছেন সেই সৌদি সুন্দরী

বিনোদন ডেস্ক / ২৯ জন দেখেছেন
আপডেট : এপ্রিল ৩, ২০২৪
মিস ইউনিভার্সে অংশগ্রহণ নিয়ে মিথ্যাচার করেছেন সেই সৌদি সুন্দরী
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

সপ্তাহখানেক আগেই বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল মিস ইউনিভার্সে সৌদি আরবের এক সুন্দরীর অংশগ্রহণ নিয়ে। বলা হয়েছিল, রুমি আলকাহতানি নামের ওই ২৭ বছর বয়সী সুন্দরী পেশায় একজন মডেল। আবার ডেন্টিস্টও। এ ছাড়া সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। গত ২৫ মার্চ মিস ইউনিভার্স কর্তৃপক্ষ এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হিসেবে আলকাহতানির নাম ঘোষণা করেছে বলেও দাবি করা হয়েছিল। তবে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের প্রতিযোগিতায় সৌদি সুন্দরীর অংশগ্রহণ নিয়ে প্রকাশিত খবরটি ভুয়া। মঙ্গলবার (২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়া।

শুধু তাই নয়, প্রতিষ্ঠানটি দাবি করেছে সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাঁরা সৌদি আরবে এবার কোনো বাছাই প্রক্রিয়াই পরিচালনা করেনি। তবে এ বিষয়ে দেশটিতে ‘কঠোর যাচাই প্রক্রিয়া’ চলছে বলে উল্লেখ করেছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

মিস ইউনিভার্সের বিবৃতিতে বলা হয়, ‘সৌদি আরব এখনও এই বছর অংশগ্রহণের বিষয়ে সম্পূর্ণরূপে নিশ্চিত হওয়া দেশগুলোর মধ্যে নেই। বর্তমানে আমরা একটি কঠোর যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি, যেন দেশটির একজন সম্ভাব্য প্রার্থীকে ভোটাধিকার প্রদানের জন্য যোগ্য এবং প্রতিনিধিত্ব করার জন্য জাতীয় পরিচালক নিয়োগ করা হয়।’

আরও বলা হয়, ‘এটি চূড়ান্ত এবং আমাদের অনুমোদন কমিটি দ্বারা নিশ্চিত না হওয়া পর্যন্ত সৌদি আরব আমাদের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় যোগদানের সুযোগ পাবে না।’

সৌদি সুন্দরী আলকাহতানির মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার খবরটি সামনে এসেছিল মূলত তাঁরই একটি ইনস্টাগ্রাম পোস্টের সূত্র ধরে। ওই পোস্টে আলকাহতানি লিখেছিলেন, ‘২০২৪ সালের মিস ইউনিভার্সে সৌদি আরবের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এর মধ্য দিয়ে সম্মানজনক এই সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখাতে যাচ্ছে সৌদি আরব।’

এমনকি সৌদি আরবের জাতীয় পতাকা হাতে একটি ছবিও জুড়ে দেন রিয়াদে জন্ম নেওয়া আলকাহতানি। ছবিতে তিনি একটি ঝলমলে গাউন, মাথায় মুকুট এবং ‘মিস ইউনিভার্স সৌদি আরব’ লেখা স্যাশ পরে ছিলেন।

তবে আল-আরাবিয়া দাবি করেছে, ইনস্টাগ্রামে এমন ঘোষণার পর আলকাহতানির সঙ্গে যোগাযোগ করে তাঁরা। কিন্তু ওই সুন্দরীর কাছ থেকে এখনও কোনো সাড়া পাওয়া যায়নি।

The short URL of the present article is: https://tvforumbd.com/12ai


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান