শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন

ঈদে চ্যানেল আই: নতুন ৭ চলচ্চিত্র, ১৩ টেলিছবি, ১৫ নাটক

বিনোদন ডেস্ক / ২১ জন দেখেছেন
আপডেট : এপ্রিল ৬, ২০২৪
ঈদে চ্যানেল আই: নতুন ৭ চলচ্চিত্র, ১৩ টেলিছবি, ১৫ নাটক
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।

এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং কৃষকের ঈদ আনন্দ-

নতুন ৭ সিনেমার প্রিমিয়ার
ঈদের দিন: এদিন দুপুর ১টা ১৫ মিনিটে প্রচার হবে নির্মলেন্দু গুণ এর কবিতা অবলম্বনে ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। ছবিটি পরিচালনা করেছেন মাসুদ পথিক। এ ছবিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, শিমলা, জুয়েল জহুর প্রমুখ।

ঈদের ২য় দিন: এদিন থাকছে বাংলা সিনেমা ‘সাইকো’। পরিচালনায় অনন্য মামুন। অভিনয়ে রোশান, পূজা চেরী, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

ঈদের ৩য় দিন: এদিন থাকছে বহুল আলোচিত ছবি ‘পাতাল ঘর’। ‘কমলা রকেট’ খ্যাত নির্মাতা নূর ইমরান মিঠু পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন আফসানা মিমি, নুসরাত ফারিয়া, মামুনুল হক, সালাহউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম প্রমুখ।

ঈদের ৪র্থ দিন: নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে দেখানো হবে আশুতোষ সুজনের ‘দেশান্তর’। অভিনয়ে ইয়াশ রোহান, আহমেদ রুবেল, মামুনুর রশীদ প্রমুখ।

ঈদের ৫ম দিন: এদিন থাকছে গেল বছর ঈদে মুক্তি পাওয়া ‘শত্রু’। পরিচালনায় সুমন ধর। অভিনয়ে বাপ্পী চৌধুরী, জাহারা মিতু প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন: বাংলা সিনেমা ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার ‘অসম্ভব’। পরিচালনায় অরুণা বিশ্বাস। অভিনয়ে সোহানা সাবা, শাহেদ শরীফ খান, স্বাগতা, শতাব্দি ওয়াদুদ, আবুল হায়াত, গাজী আব্দুর নুর প্রমুখ।

ঈদের ৭ম দিন: ‘ঘুড্ডি’ খ্যাত প্রয়াত কিংবদন্তী নির্মাতা সালাহউদ্দীন জাকী পরিচালিত বাংলা সিনেমা ‘অপরাজেয়’। সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন দীপা খন্দকার ও আফজাল হোসেন। এছাড়াও থাকছেন তাহমিনা অথৈ, ঝিলিক জান্নাত, হাসনাত রিপন প্রমুখ।

সেরা রচয়িতা, নির্মাতা-শিল্পীদের নতুন ১৩ টেলিফিল্ম
ঈদের দিন
দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে টেলিফিল্ম ‘জীবনের কাছে’। রচনা বিপাশা হায়াত, পরিচালনায় আরিফ খান। অভিনয়ে আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ প্রমুখ।

এদিন বিকেল সাড়ে ৪টায় প্রচার হবে টেলিফিল্ম ‘নীল সুখ’। রচনা ও পরিচালনায় ভিকি জাহেদ। অভিনয়ে মেহজাবীন চৌধুরী।

ঈদের ২য় দিন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘সেরা রূপসী’। রচনা মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনায় অনন্য ইমন। অভিনয়ে শ্বাশ্বত, রিয়ামনি, শম্পা রেজা প্রমুখ।

ঈদের ৩য় দিন
দুপুর ২টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘স্বপ্ন দেখার দিনগুলো’। রচনা ও পরিচালনায় এস আর মজুমদার। অভিনয়ে অপূর্ব, তাসনিয়া ফারিণ প্রমুখ।

এদিন ৪টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘বুনোফুল’। রচনা ও পরিচালনায় রুবেল আনুশ। অভিনয়ে মনোজ প্রামানিক, মুফতুহা জান্নাত প্রমুখ।

ঈদের ৪র্থ দিন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘আই লাভ মেট্রোরেল’। রচনা ও পরিচালনায় কচি খন্দকার। অভিনয়ে শাহেদ, ললনা নুর, সোহেল খান, চাষী আলম, কচি খন্দকার প্রমুখ।

এদিন বিকেল ৪টা ৩০ মিনিটে রয়েছে টেলিফিল্ম ‘ব্র্যান্ড নিউ জামাই’। রচনা ও পরিচালনায় অনিরুদ্ধ রাসেল। অভিনয়ে জাহের আলভী, সারওয়াত আজাদ বৃষ্টি প্রমুখ।

ঈদের ৫ম দিন
দুপুর ২টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘শনির দশা’। রচনা বিদ্যুৎ রায়। পরিচালনায় এম এইচ রাসেল। অভিনয়ে জাহের আলভী, ইফফাত আরা তিথি, মুনিরা মিঠু প্রমুখ।

এদিন বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘ঘরের বউ নিমপাতা’। রচনা মানস পাল। পরিচালনায় গোলাম হাবিব লিটু। অভিনয়ে মীর সাব্বির, জাকিয়া বারী মম প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘ফাঁকি’। রচনা রিপন মাহমুদ। পরিচালনায় রাশেদ শামীম স্যাম। অভিনয়ে শ্যামল মাওলা, রুকাইয়া জাহান চমক প্রমুখ।

এদিন বিকাল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘ছলচাতুরী’ দেখানো হবে। রচনা রাজিব আহমেদ। পরিচালনায় রিপন খান। অভিনয়ে আরশ খান, ফারিয়া শাহরিন প্রমুখ।

ঈদের ৭ম দিন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘হঠাৎ দেখা’। রচনা জহির করিম, পরিচালনায় অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। অভিনয়ে তারিক আনাম খান, মাখনুন মাহিমা, কে এস রাভিন, সিয়াম নাসির প্রমুখ।

এদিন বিকাল ৪টা ৩০ মিনিটে রয়েছে টেলিফিল্ম ‘আধা ঘণ্টা আগে’। রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, গোলাম ফরিদা ছন্দা, মামুনুর রশীদ, রাশেদ মামুন অপু, রিয়ামনি, সফল খান প্রমুখ।

সেরা রচয়িতা, নির্মাতা-শিল্পীদের নতুন ১৫ নাটক
ঈদুল ফিতরের আগের দিন রাত ৭টা ৫০ মিনিটে দেখানো হবে রেজানুর রহমানের নাটক ‘একটি খোলা চিঠি’। রচনা ও পরিচালনা করেছেন রেজানুর রহমান। অভিনয়ে জয়ন্ত চট্টোপাধ্যায়, আসনা হাবিব ভাবনা, লুৎফর রহমান জর্জ প্রমুখ।

ঈদের দিন
ঈদের রাতে দেখানো হবে নাটক ‘গায়ে হলুদের রাতে’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটকটি দেখতে পারবেন দর্শক। নাটকটির রচনা রাজিয়া সুলতানা জেনি। পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে নিলয় আলমগীর, রিয়ামনি, মিলি বাশার, ডলি জহুর প্রমুখ।

এদিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘শিলাবৃষ্টির শরবত’। গল্প প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন এবং পরিচালনায় আবুল হায়াত। অভিনয়ে চিত্রলেখা গুহ, আবুল হায়াত, জাকিয়া বারি মম প্রমুখ।

ঈদের ২য় দিন
সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রয়েছে নাটক ‘আবার দাওয়াত’। রচনা ও পরিচালনায় ইশতিয়াক আহমেদ রুমেল। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, পাভেল, কচি খন্দকার, সামিয়া অথৈ, শামিমা নাজনীন প্রমুখ।

এদিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘কী ভুল ছিল’। রচনা ও পরিচালনায় মাশরিকুল আলম। অভিনয়ে সাবিলা নূর, মনোজ প্রামানিক, মিলি বাশার, জাভেদ গাজী প্রমুখ।

ঈদের ৩য় দিন
সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘অবেলায়’। রচনা ইরাজ আহমেদ। পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে সজল নূর, সাদিয়া আয়মান, মাসুম বাশার প্রমুখ।

এদিন রাত ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘জমিদারের পোলা’। রচনা জুয়েল এলিন। পরিচালনায় সোহেল হাসান। অভিনয়ে মোশাররফ করিম, তাসনোভা তিশা, ওয়ালিউল হক রুমি প্রমুখ।

ঈদের ৪র্থ দিন
সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখানো হবে নাটক ‘ফিল মাই লাভ’। গল্প ও পরিচালনায় মাশরিকুল আলম। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ।

এদিন রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছে নাটক ‘দ্যা লাস্ট ট্রেন’। রচনা ও পরিচালনায় মৃত্যুঞ্জয় সরদার উচ্ছাস। অভিনয়ে তানজিম তটিনী, সোহেল মন্ডল, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ।

ঈদের ৫ম দিন
৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘হৃদয়ের টান’। রচনা হারুন রুশো। পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে আরশ খান, তানিয়া বৃষ্টি প্রমুখ।

এদিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘বসগিরি’। রচনা ও পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে নিলয় আলমগীর, সামিরা খান মাহি প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন
সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখানো হবে ‘হ্যান্ডেল ভাই’। রচনা পাপ্পু রাজ। পরিচালনায় বি ইউ শুভ। অভিনয়ে ফারিয়া শাহরিন, মারজুক রাসেল প্রমুখ।

এদিন রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছে নাটক ‘শেকল’। রচনা পাপ্পু রাজ। পরিচালনায় তৌফিকুল ইসলাম। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাদিয়া আয়মান, মিলি বাশার প্রমুখ।

ঈদের ৭ম দিন
সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখানো হবে নাটক ‘অপরিচিত’। রচনা ও পরিচালনায় প্রীতি দত্ত। অভিনয়ে খায়রুল বাসার, হিমি,পাভেল প্রমুখ।

এদিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘ভুল সময় অথবা সময়ের ভুল’। রচনা শাহাজাহান সৌরভ। পরিচালনায় অভ্র মাহমুদ। অভিনয়ে ইরফান সাজ্জাদ, শবনম ফারিয়া, মিলি বাশার প্রমুখ।

The short URL of the present article is: https://tvforumbd.com/lmdu


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান