শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন

নভেম্বরে মুক্তি ‘ইতি, তোমারই ঢাকা’

ফোরাম প্রতিবেদক / ৫২৩ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ১৮, ২০১৯
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


দেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ইতি, তোমারই ঢাকা’। বহু প্রতীক্ষার পর নভেম্বরে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি ছবিটি সেন্সর ছাড়পত্র অর্জন করেছে। ছবিটি গেল বছর থেকেই আন্তর্জাতিক চলচ্চিত্রাঙ্গণে দৌঁড়ে রয়েছে। গেল বছরের অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৩ তম আসরে ছবিটি ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর এ পর্যন্ত অর্জন করেছে কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবের ১৫তম আসরে ‘রাশিয়ান গিল্ড অব ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড’ এবং জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে ‘শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য’র পুরস্কার পায় ছবিটি। এ পর্যন্ত ছবিটি সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, কানাডা, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ভারতের মুম্বাই থার্ড আই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আওরঙ্গবাদ চলচ্চিত্র উৎসব, ১১তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কোলহাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, পুনে, চেন্নাই-সহ প্রায় ২০টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে।

ছবিটির গল্পে দেখা যাবে- ঢাকার নিম্নবৃত্ত মানুষের জীবন যাপন, তাদের সংগ্রাম ও বেঁচে থাকার নিরন্তন যুদ্ধই ছবির পটভূমি। সাথে উঠে এসেছে ঢাকার নিজস্ব সংস্কৃতিও। এর সবকিছুই নিপুন দক্ষতায় তুলে ধরেছেন ১১ জন তরুণ নির্মাতা। তারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান জয়, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, আবদুল্লাহ আল নূর, তানভীর আহসান, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

এ ছবিতে অভিনয় করেছেন নূশরাত ইমরোজ তিশা, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, ইরেশ যাকের, লুৎফর রহমান জর্জ, ত্রপা মজুমদার, ফজলুর রহমান বাবু, ফারহানা হামিদ, শাহতাজ মনিরা হাশিম, মোস্তাফিজুর নূর ইমরান প্রমুখ। আসছে নভেম্বরে ছবিটি দেশব্যাপি মুক্তি দেওয়ার কথা ভাবছে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লি.।

The short URL of the present article is: https://tvforumbd.com/qkb1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান