‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে টানা আট বছর পর সিনেমায় প্রত্যাবর্তন হচ্ছে মাহফুজ আহমেদের। এই সিনেমার কী এমন গল্প, যা ফেরাচ্ছে মাহফুজকে?
মাহফুজ আহমেদের, ‘ছবিটির গল্প আমরা বলবো না। এমনকি গল্পের ধারনাটিও প্রকাশ করতে চাই না। তবে এটুকু বলি, যে কোনও মানুষ সারাজীবন মনের মানুষকে খুঁজে ফেরে। সেটা শেষ পর্যন্ত পায় কিনা, এটা বড় একটা প্রশ্ন। ছবিটিতে সেই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করেছি আমরা।’
তবে গল্প প্রসঙ্গে সিনেমার নায়িকা শবনম বুবলী বললেন আরেকটু বিস্তর। সেটা এমন, ‘দিন শেষে সবাই তো নিজের মানুষটাকে খুঁজি। যার কাছে কথা বলে সেফ ফিল করবো, শান্তি পাবো- এটাই আসলে ছবিটির মূল বিষয়। এখানে আমার চরিত্রটির নাম অর্পা। সেই মেয়েটি দিনশেষে কি পেলো- সেটাই মূলত খোঁজার চেষ্টা করে।’
নায়ক-নায়িকার এই আলাপ শুক্রবার এক রেস্তোরাঁর ক্লোজরুমে। আসছে ঈদে মুক্তি পাচ্ছে ‘প্রহেলিকা’।
সিনেমায় মাহফুজ আহমেদ অভিনয় করেছেন মনা চরিত্রে। আর শবনম বুবলী অর্পা চরিত্রে। এতে আরও দরকারি চরিত্রে অভিনয় করেছেন নাসিরউদ্দিন খান, রাশেদ মামুন অপু প্রমুখ। জামাল হোসেন প্রযোজিত সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। সিনেমাটির নির্মাতা চয়নিকা চৌধুরী।
You must be logged in to post a comment.