রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন

৮ বছর পর এলো চিরকুটের ‘ভালোবাসাসমগ্র’

বিনোদন প্রতিবেদক / ২৫ জন দেখেছেন
আপডেট : মে ১৫, ২০২৫
৮ বছর পর এলো চিরকুটের ‘ভালোবাসাসমগ্র’
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

দেশ ও দেশের বাইরে সমান জনপ্রিয় ‘ব্যান্ড চিরকুট’। এবার দীর্ঘ ৮ বছর পর তারা চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’ প্রকাশ করলো আজ (বৃহস্পতিবার, ১৫ মে)। এ অ্যালবামে থাকছে নতুন দশটি গান। শারমিন সুলতানা সুমির কথা ও সুরে গানগুলো তৈরি করেছে চিরকুট। আর এর মাধ‍্যমে দেশ-বিদেশে চিরকুটের অগণিত শ্রোতাদের নতুন এ‍্যালবামের অপেক্ষা শেষ হলো।

ব্যান্ডটি জানায়, স্পটিফাই, এ‍্যাপল মিউজিক, ইউটিউব, ফেসবুক মিউজিকসহ সকল স্ট্রিমিং প্ল‍্যাটফর্মে গানগুলো আজ থেকে শুনতে পারবেন শ্রোতোরা।

তাঁরা আরও বলেন, ‘এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মত না। ব‍্যান্ড হিসেবে এ‍্যালবাম আমাদের সবচেয়ে বড় অস্তিত্বের জায়গা। আমাদের আজকে ঘুম ভাল হবে।’

এরই মধ‍্যে ‘দামী’ নামে প্রথম গানটির ভিডিও প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছে ব্যান্ডটি। আরও দুটি গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ করতে যাচ্ছে তারা।

নতুন অ্যালবাম প্রকাশ সম্পর্কে চিরকুট জানায়, ২৩ বছরের পথচলায় চিরকুটের মূল শক্তি ছিল শ্রোতাদের ভালোবাসা। তার সাথে ছিল সকল প্রতিকূলতাকে পিছে ফেলে এগিয়ে চলা, নিজেদের, ক্রমাগত সৃষ্টিতে নিয়মিত নতুন গান, পরিশ্রম ও একাগ্রতা। আর এ সবের মুলে ছিল ব্যান্ডের প্রতি তাদের নিষ্ঠা আর নিঃস্বার্থ ভালবাসা।

তারা আরো বলেন, ‘আমরা মনে করি ভালোবাসার চেয়ে বড় শক্তি আর কিছু নেই। এমনিতে জীবন খুবই ছোট আর এই জীবনটাও ভালবাসার জন্য যথেষ্ট না। তাই এই অসীম স্পিরিটের সাথে থাকতে নানা আঙ্গিকের ভালোবাসাকে কেন্দ্র করে দশটি গান নিয়ে শ্রোতাদের জন্য চিরকুটের উপহার ‘ভালোবাসাসমগ্র’।

শারমিন সুলতানা সুমি বলেন, ‘এ্যালবাম মানে একদম আমাদের ভাবনা এবং কাজের প্রতিফলন থাকা। চিরকুট আমাদের ধ‍্যানের মত। আশা করছি আমাদের যারা ভালবাসেন, সেই জায়গাটা বুঝতে পারেন। আমাদের এ স্বতস্ফূর্ত নতুন বাংলা গানগুলো তাদের হৃদয়ে পৌঁছাবে। এছাড়া চিরকুট নিয়ে গত ২৩ বছরে আমাদের একান্ত যাত্রায় নিজস্ব একটা ভ্রমণ তৈরি হয়েছে। এই পথ পরিক্রমায় এত মানুষের দোয়া-ভালবাসা পেয়েছি, যে ভালবাসার ভাষায়, গানে গানেই প্রতিনিয়ত তার প্রতিদান দেয়ার চেষ্টা করে যাচ্ছি মাত্র। আমরা অতি ক্ষুদ্র মানুষ। পৃথিবীতে ভাল কিছু করে যাওয়ার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘এই অ্যালবামের একটা বিশেষ ব‍্যাপার হচ্ছে আমাদের বর্তমান চারজন সদস্যের জীবনের প্রথম সম্পূর্ণ স্টুডিও এ‍্যালবাম এই ‘ভালোবাসাসমগ্র’। প্রান্ত, দিব‍্য, ইয়ার আর শুভ্র। ওরা এটা নিয়ে খুব খুশি। আমার ওদের খুশি দেখতে অদ্ভুত আনন্দ লেগেছে। সব মিলিয়ে ভালোবাসার বহুমাত্রিকতায় এবারের অ্যলাবামের গানগুলো তুলে ধরার চেষ্টা করেছি। স্বতঃস্ফুর্তভাবে যে কথাগুলো ভেতর থেকে এসেছে, যে সুর হৃদয়ে বেজেছে, তা দিয়েই ব্যান্ডের সবাই অনেক পরিশ্রম আর যত্ন করে গানগুলো তৈরি করেছি।’

অ্যালবামের গানগুলো হল—দামী, হিয়া, উত্তরে ভাল না, আগুন, ডাক, কেন তুমি এলে না, ভালোবাসি তোমায়, দিন যায়, অসুখ সেরে যায়, দরদী।

অ্যালবামটির মিউজিক প্রডিউস করেছে চিরকুট। কো-প্রডিউসার হিসেবে কাজ করেছে তরুণ প্রতিভাবান শিল্পী ও প্রডিউসার জাকির আহমেদ। গানগুলোর মিক্স মাস্চার করেছেন ইফতি খাইরুল আলম শুভ এবং তার সহযোগী ছিলেন জাকির এবং ইয়ার হোসেন।

অ্যালবামের ৩টি গানের মিউজিক ভিডিও তৈরি হয়েছে। যেগুলো তৈরি করেছে লাইভটুওয়েব এবং আফফান আজিজ প্রিতুল। এ্যালবাম আর্ট ওয়ার্ক করেছেন রাকিব রহমান।

গানগুলো রেকর্ড করা হয়েছে স্টুডিও কোকিল এবং বাটার রেকর্ডসে। পোস্ট প্রডাকশন এর কাজ হয়েছে বাটার রেকর্ডসে। বাকি গানগুলোর লিরিক্যাল ভিডিও দিয়ে ঘটছে অ্যালবামের দশটি গানেরই শুভমুক্তি।

৯ জুন মুক্তি পেতে যাচ্ছে প্রথম মিউজিক ভিডিওটি। পরের সপ্তাহেই দ্বিতীয় মিউজিক ভিডিওটি মুক্তির কথা রয়েছে। পর্যায়ক্রমে অন্য গানগুলোও মিউজিক ভিডিও আকারে রিলিজ হবে। গানের ডিস্ট্রিবউশন পার্টনার হিসেবে থাকছে বন ফায়ার।

চিরকুট জানায়, গান রিলিজের পাশাপাশি, এ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’ উপলক্ষে খুব শিগগিরই বিশেষ একক কনসার্টেরও পরিকল্পনা করছে ব্যান্ডটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান