৮৩ বছর বয়সে ছেলে শিশুর বাবা হলেন বিখ্যাত হলিউড অভিনেতা আল পাচিনো। এটি তার চতুর্থ সন্তান। মার্কিন সাময়িকী পিপলের প্রতিবেদনে এ তথ্য জানান হয়।
এতে বলা হয়, আল পাচিনোর বান্ধবী ও প্রযোজক নুর আলফাল্লা ছেলে শিশুর জন্ম দিয়েছেন। তাঁদের সন্তানের নাম রাখা হয়েছে রোমান পাচিনো।
মার্কিন বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, কোভিড-১৯ মহামারির সময় থেকেই একসঙ্গে আছেন পাচিনো ও আলফাল্লা।
গডফাদার তারকার সাবেক বান্ধবী অভিনয় প্রশিক্ষক জ্যান ট্যারেন্টের ঘরে জুলি ম্যারি নামের এক সন্তান রয়েছে। এছাড়া আরেক সাবেক প্রেমিকা বেভারলি ডি’অ্যাঞ্জেলোর ঘরে অ্যান্টন ও ওলিভিয়া নামে তার দুই জমজ সন্তান রয়েছে।
প্রায় পাঁচ দশকের বেশি বড় ক্যারিয়ার পাচিনোর। দ্য আইরিশম্যান, দ্য গডফাদার, স্কারফেস, ও সেন্ট অভ আ উম্যান-এর মতো বিখ্যাত সব সিনেমায় অভিনয় করেছেন তিনি। ১৯৯৩ সালে সেন্ট অভ আ উম্যান-এর জন্য অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পান পাচিনো।
আলফাল্লাও সিনেমা শিল্পে কাজ করেন। তিনি বিলি নাইট, লিটল ডেথ, ব্রসা নস্ট্রা ইত্যাদি সিনেমা প্রযোজনা করেছেন।
You must be logged in to post a comment.