মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন

৮৩ বছর বয়সে বাবা হচ্ছেন জনপ্রিয় অভিনেতা

ফোরাম প্রতিবেদক / ১১৬ জন দেখেছেন
আপডেট : মে ৩১, ২০২৩
৮৩ বছর বয়সে বাবা হচ্ছেন জনপ্রিয় অভিনেতা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

৮৩ বছর বয়সে বাবা হতে যাচ্ছেন আল পাচিনো নামে পরিচিত লাভ করা হলিউডের বরেণ্য অভিনেতা ও নির্মাতা আলফ্রেডো জেমস। বান্ধবী নূর আলফালাহর গর্ভে সন্তানের প্রত্যাশা করছেন তারা।

ইয়াহো নিউজ হলিউড রিপোর্টারের প্রতিবেদনের বরাত এ তথ্য জানিয়েছে। তবে তারকার প্রতিনিধি বান্ধবী আলফালাহর সঙ্গে সম্পর্কের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।

এদিকে সংবাদ সংস্থা টিএমজেড’র এক প্রতিবেদনে বলা হয়েছে, আলফালাহ বর্তমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা। ২৯ বছর বয়সী এ নারী ২০২২ সালের এপ্রিল থেকে মার্কিন অভিনেতার সঙ্গে সম্পর্কে রয়েছেন।

অভিনেতা পাচিনো ১৯৮৮ সালে জ্যান ট্যারেন্টের সঙ্গে জড়ান। ওই সংসারে সাদের এক কন্যা ও জমজ পুত্রসন্তান রয়েছে। মেয়ের বয়স ৩৩ বছর এবং ছেলেদের বয়স ২২।

এরপর এ অভিনেতা ১৯৯৭ সালে অভিনেত্রী বেভারলি ডি’অ্যাঞ্জেলার সঙ্গে সম্পর্কে জড়ান। সেই সম্পর্ক বেশিদিন টিকেনি। ২০০৩ সালে বিচ্ছেদ হয় তাদের। তারপর ‘দ্য গডফাদার’ সিনেমার সহশিল্পী ডায়ন কিটনের সঙ্গে সম্পর্কে যান পাচিনো। জনপ্রিয় সিনেমাটির তৃতীয় পর্ব তৈরির পর এ সম্পর্কও ভেঙে যায়।

অভিনেতা পাচিনোর এ সম্পর্ক ভেঙে গেলেও তারপরও কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। আর সে তালিকা একদমই ছোট নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান