মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন

৭ বছরের ঝগড়া ভুলে ক্রুষ্ণাকে বুকে টেনে নিলেন গোবিন্দা

বিনোদন ডেস্ক / ৪১ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ২৪, ২০২৪
৭ বছরের ঝগড়া ভুলে ক্রুষ্ণাকে বুকে টেনে নিলেন গোবিন্দা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বেশ কয়েকবছর আগের ঘটনা, দ্য কপিল শর্মার শোয়ের একটা পর্বে অংশ নিতেই অস্বীকার করেছিলেন কমেডিয়ান ক্রুষ্ণা অভিষেক। জানা যায়, সেই শোয়ের অতিথি ক্রুষ্ণার মামা গোবিন্দা আর মামী সুনীতা আহুজা। আর সেই কারণেই শোটি এড়িয়ে গিয়েছিলেন ক্রুষ্ণা। আর তাতেই বিতর্ক তৈরি হয়। তখনই জানা গিয়েছিল ক্রুষ্ণা অভিষেকের সঙ্গে গোবিন্দার বিবাদের কথা। আর এবার নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে এসেই ভাগ্নেকে বুকে টেনে নিলেন বলিউডের একসময়ের ‘হিরো নম্বর ১’।

এই শোয়ের সর্বশেষ পর্বের একটি ‘নেক্সট এপিসোড’ প্রোমোতে গোবিন্দা, চাঙ্কি পাণ্ডে এবং শক্তি কাপুরকে অতিথি হিসাবে দেখা গিয়েছে। বেশকিছুদিন আগে বন্দুকের গুলিতে জখম হয়েছিলেন গোবিন্দা। তবে এই শোয়ের প্রোমোতে তাঁকে অনেকটাই সুস্থ দেখাচ্ছিল। এদিন নাচার জন্য গোবিন্দাকে নাচার জন্য উত্যক্ত করতে থাকেন শক্তি কাপুর। এদিন নাচের সময় কৃষ্ণা অভিষেককে ‘আলি বাবা এবং ৪০ চোর’ এর মতো মতো পোশাক পরে থাকতে দেখা যায়। এদিন মামা-ভাগ্নে যখন একে অপরকে বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরেন, তখন ক্রুষ্ণার বোন আরতি বসে ছিলেন দর্শকাসনে ছিলেন। দাদা ও মামার সেই দেখার পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি আরতি। ক্রুষ্ণা বলেন, ‘অনেকদিন পর আমাদের দেখা হলো। এখন তোমাকে যেতে দেব না’। এমনকি গোবিন্দও মজা করে ক্রুষ্ণাকে ‘গাধা’ বলেও সম্বোধন করেন।

কিছুদিন আগে গোবিন্দা যখন গুলির আঘাতে জখম হয়েছিলেন, তখন মামাকে দেখতে অবশ্য হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন ভাগ্নে ক্রুষ্ণা এবং তাঁর স্ত্রী কাশ্মীরা। গত এপ্রিলে ভাগ্নী (ক্রুষ্ণার বোন) আরতি সিং-এর বিয়েতেও অবশ্য হাজির হয়েছিলেন গোবিন্দা।

কৃষ্ণা অভিষেক ও মামা গোবিন্দার মধ্যে ২০১৬ সালে বিবাদের শুরু হয়। কুষ্ণা নিজের শোতে গোবিন্দাকে নিয়ে একটা রসিকতা করেছিলেন। যে বিষয়টি অত্যন্ত অসম্মানজনক বলে মনে হয়েছিল গোবিন্দার। এরপর গোবিন্দাকে লক্ষ্য করে ক্রুষ্ণার স্ত্রী কাশ্মীরা শাহের একটি টুইট সমস্যা আরও বাড়িয়ে দেয়। এরপর একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ আগে। যদিও গোবিন্দা নিজে নন, তাঁর তরফে অভিযোগ করেছিলেন স্ত্রী সুনীতা। এরপর ২০২৪ সালে, গোবিন্দ যখন নিজের ভাগ্নী আরতি সিংয়ের বিয়েতে হাজির হলে তাঁদের বিচ্ছেদের অবসান হয়।

এমনকী বাড়িতে গুলিবিদ্ধ হয়ে গোবিন্দাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন কাশ্মীর। তখন থেকেই তাঁদের মধ্যে দ্বন্দ্বের আগুন অনেকটাই থিতিয়ে গিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান