চলছে রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোরপতি’র ১৫তম সিজন। বহু বছর ধরেই টেলিভিশনের পর্দায় দর্শকের মন কেড়েছে এই শো। বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের সঞ্চালনায় এবারও তার অন্যথা হয়নি। ইতোমধ্যেই ১৫তম সিজনের প্রথম কোটিপতি মুখ দেখেছেন দর্শক। বিজয়ী হয়েছেন পঞ্জাবের জাসকরণ সিং। পুরস্কার হিসেবে তিনি জিতে নিয়েছেন ১ কোটি রুপি। তবে তিনি তার আগে ৭ কোটি রুপির প্রশ্ন থেকে নিজেকে সরিয়ে নেন। তাই ১ কোটি রুপি নিয়েই বাড়ি ফিরতে হয়েছে।
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিজয়ী বললেন, ‘বিগত চার বছর ধরে এই শোয়ের জন্য প্রস্তুতি নিয়েছি। অনেক মানুষদের দেখেছি, যারা এই প্ল্যাটফর্মে এসে তাদের স্বপ্নটা পূরণ করেছেন। আমি নিজেও তেমনটাই চেয়েছিলাম, আত্মবিশ্বাস নিয়েই এসেছিলাম। শুধু ক্রোড়পতি হব তা-ই ভাবিনি, সিজনের শেষ পর্যন্ত যেন যেতে পারি সেটাও চেয়েছি। আমি বিশ্বাস করি, আপনি যদি স্বপ্ন দেখেন তবে সেটা বড় স্বপ্ন দেখা উচিত এবং নিজের প্রতি বিশ্বাস রাখা উচিত। যাই হোক, এত দূর আসতে পেরে এবং বিজয়ী হয়ে আমি খুব খুশি। রুপিগুলো আমার পড়াশোনার পাশাপাশি পরিবারের উন্নত জীবনমানের কাজে লাগবে।’
এদিকে, অমিতাভ বচ্চনের সাত কোটি রুপির প্রশ্নটি ছিল, পদ্মপুরাণ অনুযায়ী কোন রাজা হরিণের অভিশাপে ১০০ বছর বাঘ হয়ে ছিলেন? জটিল এ প্রশ্নে ভুল উত্তর দিয়ে সব রুপি খোয়াতে চাননি জাসকরণ।
সম্প্রতি নতুন একটি প্রোমো প্রকাশ করেছে সনি টিভি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, কেবিসি-১৫ বিজয়ী জাসকরণের বাবা একজন ক্যাটারার। তার পিতামহ ছোলা বাটুরা বিক্রি করেন। ঠাকুমা একটি ছোট মুদির দোকান চালান।
পাকিস্তান সীমান্তবর্তী পাঞ্জাবের একটি প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠা জাসকরণের। একটি বাসে চেপে সেখান থেকে কলেজে যান তিনি। যেখানে পৌঁছতেই প্রায় চার ঘণ্টা সময় লাগে! কীভাবে তারা ওই সুবিধাবঞ্চিত এলাকায় বাস করেন, সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক সাক্ষাৎকারে সেই বিষয়ে কথা বলেছেন জাসকরণ। জানা যায়, ওই এলাকায় এখনও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব রয়েছে, বিশৃঙ্খল এক পরিবেশ সেখানে। তাই যত দ্রুত সম্ভব পরিবারের মানুষদের নিয়ে তিনি শহরে চলে যাবেন।
জাসকরণ বললেন, ‘যেমনটা বলছিলাম, এই পুরস্কারের অর্থ আমি পরিবারের কাজে ব্যবহার করব। তাদের সুখে রাখতে চাই। পড়াশোনার ক্ষেত্রে আরও ভালো সুযোগ-সুবিধা পেতে চাই। দিনশেষে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন সরকারি কর্মচারী হতে চাই।’
এদিকে, ইনস্টাগ্রামে শেয়ার করা ওই প্রোমোতে কমেন্ট করেছেন জাসকরণ। সনি টিভিকে ধন্যবাদ জানিয়ে সঙ্গে জুড়ে দিয়েছেন ব্ল্যাক হার্ট ও বিনয়ের ইমোজি।’
You must be logged in to post a comment.