ঘোষণা করা হয়েছে নির্মাতা সঞ্জয় পুরান সিংয়ের বহুল আলোচিত সিনেমা ’৭২ হুরাইন’ মুক্তির তারিখ। ৭ জুলাই মুক্তি পেতে যাচ্ছে বলিউডের সিনেমাটি। এর আগে প্রকাশিত হয়েছে এ সিনেমার টিজার। টিজার প্রকাশের পর শুরু হয়েছে বিতর্ক। নেটিজেনরা বলছেন, ‘কাশ্মীর ফাইলস’ ও ‘কেরালা স্টোরি’ সিনেমার পর ’৭২ হুরাইন’ হতে যাচ্ছে আরেকটি ‘প্রোপাগান্ডা’ সিনেমা।
ওসামা বিন লাদেন, আজমল কাশেম, ইয়াকুব মেনন, হাফিজ সাঈদ ও সাদিক সাঈদের মতো ‘সন্ত্রাসবাদী’ ও ‘উগ্রবাদী’ ব্যক্তিদের কথা বলা হয় টিজারে। এতে জিহাদ সংক্রান্ত বিভিন্ন সংলাপ শোনা যায়।
টিজার প্রকাশের পর থেকেই সমালোচনা শুরু করেন নেটিজেনরা। একজন বলেন, ‘কেরালা ও কাশ্মীরের পর এটি নতুন প্রোপাগান্ডা।‘ আরেক জন বলেন, ‘বেশির ভাগ ফ্লপ তারকা ও প্রযোজকেরাই ভারতের সংখ্যাগরিষ্ঠ ইস্যুকে কাজে লাগান। বিবেক অগ্নিহোত্রি, আদাহ শর্মার মতো নির্মাতারা নন-প্রোপাগান্ডা সিনেমা বানাতে পারবেন না এবং ২০০ কোটি আয় করতে পারবেন না।‘
‘৭২ হুরাইন’ সিনেমাটি প্রযোজনা করেছেন অশোক পন্ডিত। নির্মাতা বলছেন, ‘উগ্রবাদীদের’ বলা বেহেশতের ৭২ হুরের ধারণাকে উপজীব্য করে সিনেমাটি নির্মাণ করা হয়েছে।
You must be logged in to post a comment.