রবিবার, ১৫ জুন ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

৫৫ বছর বয়সে ফের বাবা হতে চলেছেন আরবাজ খান?

বিনোদন ডেস্ক / ৩২ জন দেখেছেন
আপডেট : জুন ৮, ২০২৫
৫৫ বছর বয়সে ফের বাবা হতে চলেছেন আরবাজ খান?
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস। এর মধ্যেই বলিপাড়ায় ফের গুঞ্জন—আরবাজ খান ও স্ত্রী সুরা খান নাকি তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও, যেখানে মুম্বইয়ে ডিনার ডেটে বেরিয়ে সাংবাদিকদের শুভেচ্ছাবার্তা শুনে লাজুকভাবে হেসে ওঠেন আরবাজ। যদিও সরাসরি কিছু না বললেও, তাঁর প্রতিক্রিয়া নিয়েই এবার প্রশ্ন উঠছে—তবে কি সত্যিই ‘গুড নিউজ’ আসতে চলেছে খান পরিবারে?

ভাইরাল ভিডিওতেই ধরা পড়ল নতুন সন্তান আগমনের ইঙ্গিত? ঘটনা মুম্বই শহরের এক রেস্তরাঁর বাইরে। বুধবার রাতে ডিনার শেষে স্ত্রী সুরার সঙ্গে রেস্তোরাঁর বাইরে আসেন আরবাজ। পোজ দেওয়ার সময় পাপারাজ্জিরা তাঁদের ‘কনগ্র্যাচুলেশন, স্যার’ বলে শুভেচ্ছা জানান। মুহূর্তেই মুচকি হাসিতে গাল লাল হয়ে ওঠে আরবাজের। পাশ থেকে সুরা খান-ও হালকা হেসে ওঠেন।

এরপর গাড়ির দিকে হাঁটার সময় এক ছবিশিকারিকে বলতে শোনা যায়, “আরে, ছেড়ে দাও।” উত্তরে আরবাজ বলেন, “এবার তোমরাও ছেড়ে দাও ভাই এই ব্যাপারটা…”—যেন একরকম ইঙ্গিত, তিনি আলোচনায় না যেতে চাইলেও পুরোপুরি অস্বীকার করছেন না কিছুই। এরপর গাড়িতে উঠতে উঠতেই আরেকটি সংযত মন্তব্য, “কখনও কখনও একটু পরিস্থিতি বোঝো দোয়া করে। ”

আরবাজের এই সংক্ষিপ্ত কথোপকথন এবং সুরার শান্ত, অথচ উজ্জ্বল চেহারা ঘিরে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে। কেউ লিখেছেন, “অন্তঃসত্ত্বার সৌন্দর্য যেন ঠিকরে পড়ছে সুরার চেহারায়” আবার কেউ আরবাজের উদ্দেশ্যে মন্তব্য করেছেন, “ও আবার বাবা হতে চলেছি?” যদিও এখনও পর্যন্ত এই দম্পতির তরফে এ প্রসঙ্গে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

২০২৩ সালের ২৪ ডিসেম্বর, খান পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে মুম্বইয়ে অর্পিতা খানের বাড়িতে ঘরোয়া নিকাহ সারেন আরবাজ ও শুরা। সেই দিনই ইনস্টাগ্রামে তাঁদের বিয়ের কথা সমাজমাধ্যমে ফলাও করে ঘোষণা করেন আরবাজ। এই বিয়ে ছিল একান্ত ব্যক্তিগত ও সরলতায় ভরা—যেখানে প্রেম, বন্ধন ও পারিবারিক পরিপূর্ণতার বার্তা ছিল স্পষ্ট।

প্রসঙ্গত, আরবাজ খানের প্রথম বিয়ে হয়েছিল মালাইকা অরোরার সঙ্গে। তাঁদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালে। সেই দাম্পত্যে তাঁদের একমাত্র পুত্র আরহান। বিচ্ছেদের পর আরবাজ একাধিক বছর সম্পর্কে ছিলেন অভিনেত্রী জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে। কিন্তু শেষমেশ জীবনসঙ্গী হিসেবে বেছে নেন রূপসজ্জাশিল্পী সুরা খানকে।

শুরুটা প্রেম, তারপর বিয়ে—এবার যদি সেই পথ চলায় নতুন অতিথির আগমন ঘটে, তাতে অবাক হবেন না কেউই। যদিও এখনই সরাসরি কোনও ঘোষণায় যাচ্ছেন না আরবাজ ও সুরা, তবুও তাঁদের প্রতিটি ছোট্ট হাসি, প্রতিটি ইঙ্গিত আজ জল্পনার কেন্দ্রে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান