বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০২ অপরাহ্ন

৫৩ বছর বয়সে মা হলেন জনপ্রিয় এই মডেল

ফোরাম প্রতিবেদক / ১৪৪ জন দেখেছেন
আপডেট : জুন ৩০, ২০২৩
৫৩ বছর বয়সে মা হলেন জনপ্রিয় এই মডেল
৫৩ বছর বয়সে মা হলেন মডেল নাওমি ক্যাম্পবেল
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

প্রায় দুই বছর পর দ্বিতীয় সন্তানের মা হলেন ব্রিটিশ মডেল নাওমি ক্যাম্পবেল। বৃহস্পতিবার (২৯ জুন) পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। এর আগে কন্যাসন্তান জন্ম দিয়েছিলেন এই মডেল।

সিএনএন-এর প্রতিবেদন বলছে, মডেল নাওমি নিজেই পুত্রসন্তান হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লেখেন, ‘সৃষ্টিকর্তার কাছ থেকে সত্যিকারের একটি উপহার পেলাম। সদ্যজাত পুত্রসন্তানকে স্বাগত।’

এছাড়া দ্বিতীয় সন্তান জন্মে অন্যদের উৎসাহ দিতে তিনি পোস্টে যোগ করেন, ‘মা হতে কেউ যেন দেরি না করে।’

এর আগে ২০২১ সালের মে মাসে কন্যাসন্তান জন্মের পর সেই সন্তানের নামসহ বেশিরভাগ তথ্য গোপন রেখেছিলেন এই মডেল। শুধুই ছবি প্রকাশ করেছিলেন।

এর আগে ২০১৮ সালে ভোগ আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এই ব্রিটিশ মডেল বলেছিলেন, আমি মা হতে চাই, সন্তান চাই। তিনি আরও বলেছিলেন, সন্তানদের ভীষণ ভালোবাসি আমি। সন্তান পেতে কোনো কিছুই বাদ রাখিনি।

এছাড়াও নাওমি বলেছিলেন, আমি যখন শিশুদের আশপাশে থাকি, তখন নিজেও যেন শিশু হয়ে যাই। আমি আমার মধ্যে লুকিয়ে থাকা সেই শিশুত্বকে কখনো হারাতে চাই না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান