ফুটবল বিশ্বকাপ; দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। আর্জেন্টিনার শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ফুটবলপ্রেমীদের বিশ্বকাপ উন্মাদনা। দীর্ঘ একমাস ফুটবলের মহাযজ্ঞে বুদ হয়ে ছিল গোটা বিশ্ব। ২০২২ বিশ্বকাপ শেষ হতে না হতেই ফুটবলপ্রেমীরা এখন অপেক্ষার প্রহর গুণছে ২০২৬ সালের বিশ্বকাপ আসরের।
ফুটবল বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে তিন দেশ-যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ১৬টি আয়োজক শহরের মোট ১৬ ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শো। এর মধ্যে ১১টি স্টেডিয়ামই যুক্তরাষ্ট্রে অবস্থিত। এ ছাড়া কানাডার দুইটি এবং মেক্সিকোর তিনটি ভেন্যু নির্বাচিত হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য। এর মধ্যে বেশ কিছু স্টেডিয়াম বিশ্বকাপ উপলক্ষে সংস্কার করে বাড়ানো হবে আসন সংখ্যা।
বেশিরভাগ স্টেডিয়ামই যুক্তরাষ্ট্রকেন্দ্রিক। যার মধ্যে একটি নিউ ইয়র্কে অবস্থিত ৮২ হাজার ৫০০ আসনবিশিষ্ট মেটলাইফ স্টেডিয়াম। এ ছাড়া টেক্সাসের ডালাসে অবস্থিত এ টি অ্যান্ড টি স্টেডিয়ামেও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিশ্বকাপ ফুটবল। ভেন্যুটির বর্তমান আসন সংখ্যা ৮০ হাজার। যা বাড়ানো যাবে ১ লাখ ৫ হাজার পর্যন্ত।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামেও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ফুটবল বিশ্বকাপের ম্যাচ। এ ছাড়া ভেন্যু হিসেবে নির্বাচিত হয়েছে বোস্টনের জিলেট স্টেডিয়াম। আছে সান ফ্রান্সিসকোর বে এরিয়ার লেভিস স্টেডিয়ামও। যার আসন সংখ্যা ৬৮ হাজার থেকে বাড়িয়ে করা হবে ৭৫ হাজারে।
লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামেও বিশ্বকাপ ফুটবল আয়োজনের কথা রয়েছে। স্টেডিয়ামটি ৭০ হাজার আসনসংখ্যার হলেও বাড়িয়ে তা করা যায় এক লাখে। এই স্টেডিয়ামগুলোর বাইরেও যুক্তরাষ্ট্রের আরও ৫টি স্টেডিয়ামে আয়োজনের কথা রয়েছে ফুটবল বিশ্বকাপের।
এদিকে, কানাডার ভ্যানকুভারে অবস্থিত বিসি প্লেস স্টেডিয়ামটি নির্বাচিত হয়েছে বিশ্বকাপ ফুটবল ভেন্যু হিসেবে। এ ছাড়াও কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে বিশ্বকাপ ফুটবল আয়োজনের কথা রয়েছে। যদিও স্টেডিয়ামটির আসন সংখ্যা মাত্র ৩০ হাজার। তবে, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে পুনঃসংস্কার করে স্টেডিয়ামটির আসনসংখ্যা বাড়িয়ে করা হবে ৪৫ হাজারে।
এদিকে, মেক্সিকোর যে তিনটি স্টেডিয়াম বিশ্বকাপের জন্য বাছাই করা হয়েছে তার একটি হলো মনটিরের এস্তাদিও বিবিভিএ। এর আসন সংখ্যা সাড়ে ৫৩ হাজার। ৮৭ হাজার দর্শকধারণ ক্ষমতাসম্পন্ন মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামেও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ফুটবল বিশ্বকাপ। এ ছাড়া মেক্সিকোর ৪৯ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এস্তাদিও অ্যাক্রনে বসতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের আসর।
You must be logged in to post a comment.