তিন দশক পর ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে খুললো সিনেমা হল। প্রথমদিনে চলছে আমির খানের “লাল সিং চাড্ডা”। রোববার পুলওয়ামা ও সোপিয়ান জেলায় দু’টি সিনেমা হলের উদ্বোধন করা হয়। আজ (মঙ্গলবার) থেকে হলগুলোয় সিনেমা প্রদর্শন শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, হলে প্রথম সিনেমা হিসেবে দেখানো হবে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’। শিগগিরই ডোডা, রাজৌরি, পুঞ্চ, কিশতওয়ার, অনন্তনাগ, রাজৌরির মতো এলাকায়ও এমন মাল্টিপ্লেক্স চালু হবে।
২১ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘রোহিঙ্গা’
সিনেমা ছাড়াও এখানে তথ্যপ্রযুক্তি বিষয়ে যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
উল্লেখ্য আশির দশকের শেষ পর্যন্ত জম্মু ও কাশ্মীরে ১২টি সিনেমা হল চালু ছিল। কিন্তু নব্বইয়ের দশকের শুরুর দিকে বিভিন্ন কারণে একে একে বন্ধ হয়ে যায় হলগুলো।
You must be logged in to post a comment.