রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন

৩ ঘণ্টা ১০ মিনিটের ছবি ‘অ্যাভাটার- দ্য ওয়ে অফ ওয়াটার’!

ফোরাম প্রতিবেদক / ১২৮ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ২৯, ২০২২
৩ ঘণ্টা ১০ মিনিটের ছবি ‘অ্যাভাটার- দ্য ওয়ে অফ ওয়াটার’!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

২০০৯ সালে মুক্তি পেয়েছিল পরিচালক জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’। ছবিতে স্পেশাল এফেক্টস দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন পরিচালক। প্রায় ১৩ বছর পর ফিরছে এই ছবির সিকুয়েল। সিকুয়েলের নাম ‘অ্যাভাটার- দ্য ওয়ে অফ ওয়াটার’। শোনা যাচ্ছে, এই ছবির দৈর্ঘ্য হবে ৩ ঘণ্টা ১০ মিনিট।

ডিসেম্বরে আসছে অ্যাভাটার-২

টুয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিওজ কিংবা লাইটস্ট্রম এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে এখনও ছবির দৈর্ঘ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে খবর যদি সত্য হয়, তাহলে ক্যামেরনের বছরের শুরুতে দেয়া বক্তব্যের সাথে বিষয়টি মিলে যাবে। চলতি বছরের শুরুতে এক সাক্ষাতকারে জেমস ক্যামেরন বলেছিলেন, ‘ছবির দৈর্ঘ্য নিয়ে লোকের আপত্তির কথা ভাবি না, কারণ মানুষ একটানা আট ঘণ্টা বসে টিভি দেখে।’

বাস্তবের নায়কদের পেয়ে উচ্ছ্বসিত ‘দামাল’ টিম

‘অ্যাভাটার’-এর দৈর্ঘ্য ছিল ২ ঘণ্টা ৪২ মিনিট। বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর টানটান উত্তেজনাপূর্ণ এই ছবির সিকুয়েলের দৈর্ঘ্য যতই হোক, দর্শক পলক ফেলার সুযোগ পাবে না বলেই মনে করা হচ্ছে।

এবারে ছবিতেও থাকছে সেই প্যান্ডোরা। সেই জেক ও নেয়তিরি ও তাদের সংসার। অবশ্য ১৩ বছর পর প্যান্ডোরায় এসেছে নতুন অনেক কিছু।

চলতি বছর ১৬ ডিসেম্বর মুক্তি পাবে ‘অ্যাভাটার- দ্য ওয়ে অফ ওয়াটার’ ছবিটি। সূত্র: কলিডার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান