অহিংস আন্দোলনের প্রবর্তক মোহনদাস করমচাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধী) ১৫৪তম জন্মদিন ছিল গতকাল। ১৮৬৯ সালের ২ অক্টোবর ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ এই দিনটিকে ‘অহিংসা দিবস’ হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। এদিকে, বেশকিছু চলচ্চিত্রেও উঠে এসেছেন মহাত্মা গান্ধী ও তাঁর জীবনদর্শন। পাশাপাশি ভারতের জাতির পিতাকে দেখা গেছে মঞ্চনাটকেও। আর সেখানে উজ্জ্বল হয়ে আছেন বোমান ইরানি। গান্ধী জয়ন্তী উপলক্ষে থিয়েটারের সেই দিনগুলোতে ফিরে গেলেন এই অভিনেতা। জানালেন, ‘মহাত্মা বনাম গান্ধী’ নাটকে গান্ধীর চরিত্রটি ফুটিয়ে তুলতে তিনি ওজন কমিয়েছিলেন ৩০ কেজি!
লেখক দিনকর জোশির একই শিরোনামের উপন্যাস অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছিলেন ফিরোজ খান। সোমবার (২ অক্টোবর) ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই নাটকের কিছু স্থিরচিত্র শেয়ার করে বোমান ইরানি বলেন, ‘‘আজ গান্ধী জয়ন্তী। যাই হোক, প্রতিদিনই আমাদের তাঁকে ও তাঁর নীতিআদর্শকে চিন্তা করা উচিৎ। আমি সৌভাগ্যবান যে ফিরোজ খানের ‘মহাত্মা বনাম গান্ধী’ নাটকে অভিনয়ের সুযোগ পেয়েছিলাম। চরিত্রটি ফুটিয়ে তুলতে ৩০ কেজি ওজন কমাতে হয়েছিল। কিন্তু সারাজীবন সেটা শিক্ষণীয় এক অর্জন হিসেবেই থেকে গেছে।’’
‘মহাত্মা বনাম গান্ধী’ নাটকটির কাহিনি আবর্তিত হয় মহাত্মা গান্ধী ও তাঁর বড় ছেলে হরিলাল গান্ধীকে ঘিরে। যেখানে উঠে এসেছে পিতা-পুত্রের টানাপোড়েনের বৃত্তান্ত।
প্রসঙ্গত, শিগগিরই অভিনেতা থেকে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন বোমান ইরানি। যে সিনেমাটির প্রযোজনায় রয়েছে তারই ছেলে। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে এই অভিনেতার ‘ডাঙ্কি’। প্রখ্যাত নির্মাতা রাজকুমার হিরানির পরিচালনায় যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড বাদশা শাহরুখ খান।
You must be logged in to post a comment.