শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন

২৮ বছরে দেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা

বিনোদন প্রতিবেদক / ৩৫ জন দেখেছেন
আপডেট : জুলাই ১৪, ২০২৪
২৮ বছরে দেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

১৫ জুলাই’ ২০২৪ পথচলার ২৭ বছর পূর্ণ করে ২৮ বছরে পদার্পণ করছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘অবিরাম বাংলার মুখ’ শ্লোগানকে বুকে ধারণ করে ১৫ জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরু করে চ্যানেলটি। ঐদিন বিশ্বব্যপী প্রথম বাংলা ভাষা’র সম্প্রচার ঘটে জনপ্রিয় এই বাংলাদেশী চ্যানেলটির মাধ্যমে। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং অনুষ্ঠান প্রচার এটিএন বাংলা এখন পর্যন্ত শীর্ষস্থান ধরে রেখেছে। বিনোদনের পাশাপাশি শিক্ষা, খেলাধূলা, সমাজ, সংস্কৃতি নিয়ে অনুষ্ঠার প্রচারের বিষয়ে বারবরই প্রাধান্য দিয়েছে। অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের খেলাধুলাকে সার্বিক পৃষ্ঠপোষকতা দিতেও এটিএন বাংলা বদ্ধপরিকর। দীর্ঘ পথপরিক্রমায় এটিএন বাংলার অর্জন অনেক। এরমধ্যে উল্লেখযোগ্য হলো ২০০৪ সালের ২২ নভেম্বর ‘আমরাও পারি’ অনুষ্ঠানের জন্য ছোট পর্দার অস্কার খ্যাত এমি এ্যওয়ার্ড অর্জন। এছাড়াও অসংখ্য সম্মাননা রয়েছে চ্যানেলটির প্রাপ্তির তালিকায়।
বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ১৫ জুলাই ২০২৪ এটিএন বাংলার কার্যালয়ে সকাল ১১ টা থেকে মাননীয় স্পিকার, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্য, মাননীয় মেয়র, রাজনীতিবিদ, গণমাধ্যম ব্যত্তিত্ব, বদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিকসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ ফুলেল শুভেচ্ছা প্রদান করবেন। যা সরাসরি সম্প্রচারিত হবে।
বর্ষপূর্তির বিশেষ অনুষ্ঠানমালায় সকাল ৭.৩০ প্রচার হবে প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান ‘চায়ের চুমুকে’, ৯.১৫ মিনিটে প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান ‘এটিএন মিউজিক’, ১০.৩০ মিনিটে প্রচার হবে তথ্যচিত্র ‘এটিএন কর্পোরেট’, দুপুর ৩টায় প্রচার করা হবে জনপ্রিয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রিয়তমা’। সন্ধ্যা ৬.২০ মিনিটে প্রচার হবে ড. মাহফুজুর রহমান- এর বায়োগ্রাফি ‘আমি তোমাদেরই লোক’। রাত ৭.৪০ মিনিটে এটিএন বাংলার বিএফডিসি স্টুডিওতে থেকে সরাসরি সম্প্রচার করা হবে ‘এটিএন বাংলা পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২৪’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ঐশি, কণা, ড. মাহফুজুর রহমানসহ একঝাঁক উদীয়শান শিল্পী। নৃত্য পরিবেশন করবে বুলবুল ললিতকলা একাডেমি (বাফা) এবং জনপ্রিয় শিল্পীরা কৌতুক পরিবেশন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান