দেশের সিনেমা হলে আজ মুক্তি পেয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ৭ জন’। শুক্রবার দেশজুড়ে ২৬টি সিনেমা মুক্তি পেয়েছে ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন খিজির হায়াত খান। এর আগেও মুক্তযুদ্ধভিত্তিক সিনেমা করে প্রশংসা কুড়িয়েছিলেন এই পরিচালক।
ছবিটিতে দেখানো হয়েছে সাতজন মুক্তিযোদ্ধার গল্প। যাদের কেউ পুলিশ, কেউ চিকিৎসক, কেউ সামরিক বাহিনীর মেজর, কেউবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা সবাই এক সময় দেশের জন্য হাতে তুলে নিয়েছিল অস্ত্র। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ওরা ৭ জন’।
‘ওরা ৭ জন’ নির্মাণের পাশাপাশি এতে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয়ও করেছেন খিজির হায়াত খান। বাকি ৬ মুক্তিযোদ্ধার চরিত্রে কাজ করেছেন ইন্তেখাব দিনার, সাইফ খান, সজীব, ইমতিয়াজ বর্ষণ, নাফিস আহমেদ ও তূর্য। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।
You must be logged in to post a comment.