সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে ৭৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) মনোনয়ন পেয়েছিল আমির খান অভিনীত ‘লগান’। এর ২৩ বছর পর আবারও বিশ্বের এই সর্বোচ্চ সম্মাননার মঞ্চে ভারতের প্রতিনিধি হচ্ছে তাঁর প্রযোজিত ‘লাপাতা লেডিস’।
প্রাক্তন স্ত্রী কিরণ রাও পরিচালিত এই ছবির অস্কার-যাত্রায় দারুণ খুশি আমির। ২০০১ সালে অবশ্য অস্কার জেতার ভাগ্য সহায় হয়নি অভিনেতার। এবার কি প্রযোজক আমিরের লাপাতা লেডিস অস্কার জিততে পারবে?
সিনেমাটির অস্কার মনোনয়ন নিয়ে আমির বললেন, ‘খবরটা পেয়ে আমরা দারুণ খুশি হই। কিরণ এবং ওর পুরো টিমের জন্য আমি গর্বিত। আমাদের পরিশ্রম কাজে লাগল, এটা দারুণ ব্যাপার। আশা করছি এবার অ্যাকাডেমির সদস্যদের হৃদয় জিতবে। অস্কারে ভারতের প্রতিনিধি আমাদের সিনেমাকে মনোনীত করার জন্য আমি ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়াকে ধন্যবাদ জানাই। জিও এবং নেটফ্লিক্স আমাদের পার্টনার হওয়ার জন্য ধন্যবাদ। আশাবাদী দর্শকরা যেভাবে আমাদের ছবিকে পছন্দ করেছেন তা শুনে দারুণ লেগেছে।’
এদিকে, লাপাতা লেডিস সিনেমাটি ভিন্ন ধরনের কাহিনি, চিত্রনাট্য ও সাবলীল অভিনয়ের জন্য এরইমধ্যে দর্শক-সমালোচকদের প্রশংসা পেয়েছে। ইতিমধ্যে বিভিন্ন মঞ্চে জিতে নিয়েছে সেরা ছবির পুরস্কার।
আসলে একটি সিনেমাকে তখনই ভালো বলা যায়, যখন এর সঙ্গে দর্শকরা নিজেদের সংযোগ স্থাপন করতে পারেন। কিরণ বলেন, ‘দর্শকদের সাপোর্ট আর ভালোবাসার জন্য এই জার্নি সম্ভব হয়েছে ৷ একজন পরিচালক হিসেবে বিশ্বাস আরও বেড়ে গিয়েছে যে সীমা লঙ্ঘন করে নতুন কিছু তৈরি করলে তা সত্যিই দর্শকদের প্রশংসা কুড়িয়ে নেবে।’
সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নিতাংশী গোয়েল, প্রতিভা রান্তা, স্পর্শ শ্রীবাস্তব, রবি কিষাণ, ছায়া কদম প্রমুখ। এটি তৈরি হয়েছে বাঙালি লেখক বিপ্লব গোস্বামীর পুরস্কারজয়ী একটি গল্প অবলম্বনে। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন স্নেহা দেশাই ও দিব্যাংশী শর্মা।
প্রসঙ্গত, আগামী বছর হতে যাওয়া ৯৭তম অস্কারে বিদেশী ভাষার সেরা সিনেমা হিসেবে ভারত বেছে নিয়েছে লাপাতা লেডিসকে। বলিউডের ১৬টি এবং গোটা ভারতের মোট ২৯টি ছবির মধ্যে থেকে সেরার সেরা হিসেবে নির্বাচিত হয়েছে এটি।
You must be logged in to post a comment.