সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন

২৩ জুন সোনাক্ষীর বিয়ে, পাত্র কে?

বিনোদন ডেস্ক / ৩৯ জন দেখেছেন
আপডেট : জুন ১০, ২০২৪
২৩ জুন সোনাক্ষীর বিয়ে, পাত্র কে?
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

চলতি মাসের ২৩ তারিখেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সোনাক্ষী সিনহা। দীর্ঘদিনের প্রেমিকা জাহির ইকবালের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসছেন সোনাক্ষী।

ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন অনুসারে, সোনাক্ষী সিনহা তার প্রেমিক জাহির ইকবালকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ২৩ জুন তাঁদের বিয়ের দিন ঠিক হয়েছে। দুই পরিবারের একেবারে কাছের মানুষদের নিয়ে গোপনীয়তা বজায় রেখে হবে এই অনুষ্ঠান।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বিয়ের কার্ডও ছাপা হয়ে গেছে। ম্যাগাজিন কভারের ডিজাইনে তৈরি করা ওই কার্ডে লেখা হয়েছে ‘গুঞ্জনই সত্যি।’ অতিথিদের ফরমাল পোশাকে আসতে অনুরোধ করা হয়েছে। অনুষ্ঠান হবে মুম্বাইয়ের বাস্তিয়ান-এ।

বিয়ের তারিখ ঠিক করার বিষয়টি একেবারেই গোপন রেখেছিলেন সোনাক্ষী সিংহের পরিবার। কিন্তু রবিবার রাতেই ছড়িয়ে পড়ল সোনাক্ষীর বিয়ের খবর। তবে এই খবরে এখনও সিলমোহর দেননি অভিনেত্রী।

২ বছর ধরে সম্পর্কে রয়েছে সোনাক্ষী ও জাহির ইকবাল। সোনাক্ষীর চেয়ে বয়সে দুই বছরের ছোট জাহির। জাহির ইকবালকে ‘নোটবুক’, ‘ডবল এক্সএল’, ‘ব্লকবাস্টার’-এর মতো ছবিতে দেখা গিয়েছে। সূত্র: এবিপি লাইভ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান