মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন

২১ শতকের সেরা ৫০ সিনেমা

ফোরাম প্রতিবেদক / ১৪৭ জন দেখেছেন
আপডেট : এপ্রিল ৯, ২০২৩
২১ শতকের সেরা ৫০ সিনেমা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

কয়েক মাসের ব্যবধানে, বেশ কয়েকটি জুম মিটিং, অসংখ্য ইমেইল আদান-প্রদানের মাধ্যমে হলিউড রিপোর্টারের ছয় চলচ্চিত্র সমালোচক এই শতকের সেরা ৫০ সিনেমা নির্বাচন করেছেন। স্বচ্ছতা অনুসরণপূর্বক প্রথমে ১০০টি ছবির তালিকা তৈরি করা হয়েছে। ছবিগুলোর তালিকা তৈরি করতে ‘হ্যা’ অথবা ‘না’ ভোটের ব্যবস্থা করা হয়েছিল।

এই ভোটের মাধ্যমে পরের রাউন্ডের জন্য বেছে নেয়া হয়েছে প্রায় ৮০টি ছবি। এরপর এই ছবিগুলোকে ০ থেকে ৩ পর্যন্ত পয়েন্ট দেয়া হয়েছে। এভাবে বেশি পয়েন্ট পাওয়া ছবিগুলোকে বেছে নেয়া হয়েছে। এরপর বেশ কিছু দীর্ঘ জুম মিটিং-এর মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০২২ সালের কোনো ছবি তালিকায় নেই। সমালোচকদের মতে, মুক্তির এত কম সময়ের মধ্যে কোনো ছবিকে বিচার করা সম্ভব নয়।

হলিউড রিপোর্টারের ছয় চলচ্চিত্র সমালোচকের বেছে নেয়া সেরা ৫০ সিনেমা-

৫০. উইকেন্ড (২০১১)
৪৯. ব্ল্যাক প্যানথার (২০১৮)
৪৮. টাইম (২০২০)
৪৭. ব্রাইট স্টার (২০০৯)
৪৬. পারিয়াহ (২০১১)
৪৫. ব্রাইডসমেইডস (২০১১)
৪৪. থিংস টু কাম (২০১৬)
৪৩. গ্রিজলি ম্যান (২০০৫)
৪২. নেভার রেয়ারলি সামটাইমস অলওয়েজ (২০২০)
৪১. প্যান’স ল্যাবিরিন্থ (২০০৬)
৪০. সামার অব সোল (২০২১)
৩৯. আই অ্যাম নট ইওর নিগ্রো (২০১৬)
৩৮. চিল্ড্রেন অব মেন (২০০৬)
৩৭. ওয়েন্ডি অ্যান্ড লুসি (২০০৮)
৩৬. লাভার্স রক (২০২০)
৩৫. দ্য ফেভারিট (২০১৮)
৩৪. দ্য সোশ্যাল নেটওয়ার্ক (২০১০)
৩৩. পোট্রেট অব অ্যা লেডি অন ফায়ার (২০১৯)
৩২. দ্য রিটার্ন (২০০৩)
৩১. ম্যানচেস্টার বাই দ্য সি (২০১৬)
৩০. ম্যারি অ্যান্তোইনেত্তে (২০০৬)
২৯. ডেথ অব মিস্টার লাজারেস্কু (২০০৫)
২৮. অ্যা সিরিয়াস ম্যান (২০০৯)
২৭. অ্যাট বারকেলে (২০১৩)
২৬. ওয়াই তু মামা তামবিয়েন (২০০১)
২৫. কল মি বাই ইওর নেম (২০১৭)
২৪. তিমবুকতু (২০১৪)
২৩. থার্টি ফাইভ শটস অব রাম (২০০৮)
২২. বিফোর সানসেট (২০০৪)
২১. প্যারাসাইট (২০১৯)
২০. ফার ফ্রম হ্যাভেন (২০০২)
১৯. ড্রাইভ মাই কার (২০২১)
১৮. শপ লিফটার্স (২০১৮)
১৭. টক টু হার (২০০২)
১৬. ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড (২০০৪)
১৫. দ্য পাওয়ার অফ দ্য ডগ (২০২১)
১৪. ওয়াল-ই (২০০৮)
১৩. বার্নিং (২০১৮)
১২. মুনলাইট (২০১৬)
১১. বয়হুড (২০১৪)
১০. গেট আউট (২০১৭)
৯. ফোর মান্থস, থ্রি উইকস অ্যান্ড টু ডেইজ (২০০৭)
৮. ইন দ্য মুড ফর লাভ (২০০০)
৭. ব্রোকব্যাক মাউন্টেইন (২০০৫)
৬. স্পিরিটেড অ্যাওয়ে (২০০১)
৫. মুলহোল্যান্ড ড্রাইভ (২০০১)
৪. জোডিয়াক (২০০৭)
৩. দ্য গ্লিনার্স অ্যান্ড আই (২০০০)
২. ইনসাইড লুয়েন ডেভিস (২০১৩)
১. ই ই (২০০০)

সূত্র: হলিউড রিপোর্টার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান