ভারতীয় কানাডিয়ান টিকটক তারকা মেঘা ঠাকুর মাত্র ২১ বছর বয়সে মারা গেছেন। গত ২৪ নভেম্বর মারা গেছেন তিনি। তারকার মা-বাবা মেয়ের ইনস্টাগ্রামে এক পোস্টে জানিয়েছেন এই তথ্য। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য।
শ্রাবন্তীর বিরুদ্ধে পাল্টা মামলা করলেন রোশন সিং
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, মেঘাকে সবশেষ গত ১৯ নভেম্বর সোশ্যালে পোস্ট করতে দেখা গেছে। এরপরে সোশ্যালে আর দেখা যায়নি তাকে। তবে তার মায়ের পক্ষে জানানো হয়, ২৪ নভেম্বর মারা গেছেন মেঘা।
সোশ্যালে তার মা জানিয়েছেন, আমাদের মন ভারাক্রান্ত। কেননা, আমাদের জীবনের আলো, ভালোবাসা, আমাদের মেয়ে মেঘার আকস্মিক মৃত্যু হয়েছে। ২৪ নভেম্বর সকালে মারা গেছে সে। আমরা ভাবতে পারিনি এমন কিছু হবে। সে খুব সাহসী ও আত্মবিশ্বাসয়ী ছিল। তাকে সবসময় মনে রাখব আমরা। আপনাদের ও ওর অনুরাগীদের খুব ভালোবাসতো।
সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্রের তালিকার শীর্ষে নারী নির্মাতা
এছাড়া পরপারে যেন ভালো থাকেন মেঘা, সেই জন্য সবার কাছে প্রার্থনাও চেয়েছেন টিকটক স্টারের মা-বাবা।
প্রসঙ্গত, মেঘা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে যথেষ্ট পরিচিত মুখ। প্রায় ৯৩ হাজার ফলোয়ার তার। বডি পজিটিভ ও কনফিডেন্স প্রসঙ্গে বিভিন্ন বার্তা দিতেন তিনি।
You must be logged in to post a comment.