শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন

২০২৬ সালে আসবে শাহরুখের সিনেমা ‘কিং’

বিনোদন ডেস্ক / ১৯ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ৫, ২০২৪
২০২৬ সালে আসবে শাহরুখের সিনেমা ‘কিং’
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

পাঠান এবং জাওয়ানের সাফল্যের পর শাহরুখ এখন বেশ নির্ভার। ভক্তরা তাঁর নতুন ছবির জন্য অপেক্ষা করছে। নতুন ছবিতে অভিনয়ের ঘোষণাও দিয়েছেন বলিউড বাদশ। সুজয় ঘোষ পরিচালিত অ্যাকশন ঘরণার ‘কিং’ তাঁর পরবর্তী সিনেমা। এবার সিনেমাটি শুটিংয়ের তারিখ ঘোষণা করা হয়েছে। ২০২৬ সালের শুরুতে মুক্তি পাবে সিনেমাটি।

আসছে জানুয়ারিতে শুরু হবে ‘কিং’ সিনেমার শুটিং। এখন পুরোদমে প্রি-প্রোডাকশনের কাজ চলছে।

এই ছবি দিয়ে তিন বছরের বড় বিরতি দিয়ে আবারও পর্দায় ফিরবেন শাহরুখ। এজন্য সিনেমার আয়োজনে কোন কমতি রাখতে চাচ্ছেন না। তিনি পরিচালক সুজয় ঘোষের সঙ্গে স্ক্রিপ্ট এবং অ্যাকশন দৃশ্যগুলো নিয়ে প্রায়ই বসছেন। সিনেমাটি বিশেষ আবহাওয়ায় ইউরোপের কোন একটি দেশে দৃশ্যায়ন করা হবে।

‘কিং’ শাহরুখের জন্য আরও একটি কারণে বিশেষ। কারণ এই সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে সুহানা খানের। বাবা-কন্যার যুগলবন্দীর সঙ্গে সিনোমায় ভিলেন হিসেবে দেখা দিবেন অভিষেক বচ্চন।

এরই মধ্যে আদিত্য চোপড়া শাহরুখ অভিনীত পাঠান সিনেমার সিকুয়্যালের স্ক্রিপ্ট নিয়ে কাজ শুরু করেছেন। ২০২৫ সালের শেষ দিক থেকে পাঠানের নতুন পর্বের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান