শবনম বুবলী এখন বেশিরভাগ সময়ই আলোচনায় থাকেন, ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাত ধরে তার সিনেমায় আসা। একের পর এক সিনেমা করেছেন এই নায়িকা। মাহফুজ আহমেদের সঙ্গে ‘প্রহেলিকা’ ও নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’ সিনেমা বুবলীকে অনেকটাই নতুন পরিচয় দিয়েছে।
সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খবরের শিরোনামে ছিলেন ঢালিউডের এই অভিনেত্রী। তবে ২০২৪ সাল যেন ভালো কাটে সেজন্য দোয়া চাইলেন বুবলী।
ফেসবুকে এক পোস্টে সবাইকে ২০২৪ সালের শুভেচ্ছা জানান বুবলী। সেখানে তিনি বলেন, আমি সাংবাদিক, পরিচালক, প্রযোজক, সহকর্মী, স্ক্রিপ্ট রাইটার, টেকনিশিয়ান, আমার পরিবারের সদস্য, শ্রোতা, শুভাকাংক্ষী এবং প্রিয় ভক্তদের ধন্যবাদ জানাই। আমাকে এবং আমার কাজকে ভালোবাসার জন্য এবং ২০২৩ সালকে এত সুন্দর করে তোলার জন্য।
আরও যোগ করে ওই পোস্টে বুবলী লেখেন, ২০২৪ সালেও আমাকে আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখুন। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি।
এদিকে, বছরের শেষে দিকে এসে একটি নতুন সিনেমার চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। সিনেমার নাম ‘পুলসিরাত’। আনন জামানের কাহিনি-চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করবেন রাখাল সবুজ। ‘পুলসিরাত’ এর প্রযোজনা করছেন মীর জাহিদ হাসান।
You must be logged in to post a comment.