বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন

২০২৩ : বুঝে-না বুঝে অনেকেই হয়েছেন ভাইরাল

বিনোদন প্রতিবেদক / ৪৭ জন দেখেছেন
আপডেট : ডিসেম্বর ২৫, ২০২৩
২০২৩ : বুঝে-না বুঝে অনেকেই হয়েছেন ভাইরাল
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বছরজুড়ে নানাভাবে আলোচনা তৈরি হয়েছে। যার অনেকটা অংশজুড়ে ছিল সমালোচনা ও হাস্যরস। তারকারাও এই ‘ভাইরাল’ ট্রেন্ডে যুক্ত হয়েছেন। অনেকে সচেতনভাবে, অনেকে অসচেতনতায়। ২০২৩ সালের তেমনই কিছু ভাইরাল ঘটনা তুলে ধরা হলো পাঠকদের সামনে—

গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রে ‘ইনস্টিটিউট অব পাবলিক পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি রিসার্চ’ থেকে একটি পুরস্কার পান ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। সম্প্রীতি, শান্তি ও নিজ নিজ স্থানে টেকসই উন্নয়ন নিয়ে কাজ করেন—এমন ব্যক্তিদের ‘দ্য হিউম্যানিটেরিয়ান প্লাটিনাম লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করে প্রতিষ্ঠানটি। বিশ্বের ৪০ জন নাগরিকের মধ্যে সে তালিকায় ছিলেন জায়েদ খান নিজেও। তবে বেশ কিছু মিডিয়াতে শিরোনাম হয়, জাতিসংঘ থেকে পুরস্কার পেয়েছেন জায়েদ! বিষয়টি নিয়ে শুরু হয় তরজা। নানান আলোচনা শুরু হলে এর সত্যতা যাচাই-বাছাই শুরু করে সমসাময়িক আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করা পোর্টাল ব্লিটজ। বিষয়টি জানতে জাতিসংঘ কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেন তাঁরা। জানায়, জাতিসংঘ সদর দপ্তরের অডিটোরিয়াম ভাড়া করা হয়েছিল মাত্র।

নারীরা আটকায় জায়েদে
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় ‘নারী কিসে আটকায়’ ট্রেন্ড। এই ইস্যুতে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে নায়ক জায়েদ খান বলেন, ‘নারী আসলে আটকায় জায়েদ খানে। আর সুন্দরী নারীতে আটকায় জায়েদ খান।’ টেলিভিশন সাংবাদিক ও ইউটিউবারদের করা প্রশ্নের উত্তরে মুখ খুলে উকিল নোটিশও পেতে হয় তাঁকে। নোটিশে বলা হয়, জায়েদের বক্তব্যে নারীর প্রতি সম্মান ক্ষুণ্ণ এবং নারীকে হেয় প্রতিপন্ন করা হয়েছে।

রাজ রিপার চার না মারতে পারার দুঃখ
সেপ্টেম্বরে প্রথমবারের মতো আয়োজন করা হয় ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’। এ লিগে ঘটে অপ্রীতিকর ঘটনা। দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয় তুমুল। নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের খেলা চলাকালে মাঠে থাকা দুই দলের সতীর্থদের মাঝে উত্তেজনা ছাড়িয়ে পড়ে। সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরিফুল রাজ গায়ে হাত তোলেন বলে অভিযোগ নায়িকা রাজ রিপার। কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের তিনি বলেন, ‘যেই ম্যাচ হইছে… এটার লাইভ দেখবেন, আমি একটা চার মারছি ওটা চার হইছে, কিন্তু ম্যানেজমেন্ট দেয় নাই। কারণ ম্যানেজমেন্ট চোরকে দিয়ে চামচামি করায়, চোর কিন্তু মোস্তফা কামাল, রায়হান রাফী এরা। ওরা আমাদের ক্যারিয়ার নষ্ট করতে চায়, কিন্তু পারবে না। রাজ রিপার ক্যারিয়ার নষ্ট করবে, পারবে না। অনেক কষ্টে এই জায়গায় এসে দাঁড়াইছি।’ গায়ে কোনো আঘাত করেছে কি-না জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘অফ কোর্স’। তখন চার না দেওয়া রিপার কান্না বেশ ভাইরাল হয়ে যায়।

শিরিন শিলাকে অনাকাঙ্ক্ষিত চুমু
প্রিয় তারকার জন্য মাঝেমধ্যেই নানান কাণ্ড ঘটিয়ে বসেন ভক্তরা। প্রায় সময়ই তারকারাও চেষ্টা করেন ভক্তদের আবদার পূরণ করার। আর এ কারণে অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় তাঁদের। মে মাসে ঢাকার ধামরাইয়ে ‘দ্য রাইটার’ সিনেমার শুটিং চলাকালীন এমনই এক পরিস্থিতিতে পড়েন চিত্রনায়িকা শিরিন শিলা। এক ভক্ত তাঁর সঙ্গে কথা বলার সময় হঠাৎ প্রকাশ্যে জড়িয়ে ধরে চুমু দেয় অভিনেত্রীকে। শিলা বলেন, ‘তাকে দেখে আমার মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। কিন্তু পরে সে চুমু খাওয়ার চেষ্টা করে।’

জায়েদ খান যখন ভাইরালের দাদা
চলতি বছরের সবচেয়ে আলোচিত-সমালোচিত কর্মকাণ্ডের মধ্যে একটি হলো জায়েদ খানের আচমকা ডিগবাজি। প্রথমটা অদ্ভুতুড়ে ঠেকলেও জায়েদ খান এখন এটাকে নাচের নিয়মিত মুদ্রায় পরিণত করেছেন। মঞ্চ ছাড়াও মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র প্রচারে অংশ নেওয়ার সময় তাঁকে আখ্যায়িত করা হয় ভাইরালের দাদা হিসেবে। কবে, কখন ও কীভাবে এই ‘মুদ্রা’ প্রথম মঞ্চায়িত হয়েছিল—তাও জানিয়েছেন জায়েদ। জানা যায়, জায়েদ খানের ‘হীরকধার’ মস্তিষ্কের তাৎক্ষণিক প্রতিক্রিয়াতেই এই ডিগবাজির উৎপত্তি। তিনি জানান, একটি অনুষ্ঠানে মঞ্চে নাচতে গিয়ে পরিকল্পনা ছাড়াই ডিগবাজি দিয়ে দেন। আর সেটিই ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই ডিগবাজির প্রসঙ্গে ঘুরেফিরে আলোচনায় এসেছেন জায়েদ খান। এটা হয়ে গেছে তাঁর পারফরম্যান্সের প্রধান অনুষঙ্গ।

লুবাবার কেন্দে দেওয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জেরে ট্রলের শিকার হন শিশুশিল্পী সিমরিন লুবাবা। ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটির প্রিমিয়ার দেখে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সে বলে, ‘কেন্দে দিয়েছি’। ব্যস, এতেই অনেকে ট্রল ও রোস্ট করতে শুরু করেন! যা নিয়ে ডিবি কার্যালয় পর্যন্ত যেতে হয়েছে লুবাবা ও তার পরিবারকে।

লুকিং লাইক আ ওয়াও
বছরের শেষ দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই কিংবা কান পাতলেই শোনা যাচ্ছে ‘সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও’। সম্প্রতি এই সংলাপ সোশ্যাল ট্রেন্ডে পরিণত হয়। দীপিকা পাড়ুকোন, মালাইকা আরোরা, রণবীর সিং, নুসরাত জাহান—কে নেই এই তালিকায়! এমনকি তা ছড়িয়ে পড়েছে সুদূর আমেরিকাতেও। নিক জোনাসকেও দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে একটি ছবি শেয়ার করে বলছেন, ‘জাস্ট লুকিং লাইক আ ওয়াও’। এই ট্রেন্ডের ছোঁয়া লাগে বাংলাদেশি অভিনয়শিল্পীদের মাঝেও। বিশেষ করে, অভিনেত্রীদের অনেকে সমাজমাধ্যমের পাতায় ছবির ক্যাপশন কিংবা ভিডিওতে বলছেন ‘… ওয়াও’।

রাজ-পরীর ভাইরাল ভিডিও
শরীফুল রাজের ফেসবুক থেকে কিছু ছবি আর ভিডিও ফাঁস হয়। যেখানে রাজ, সুনেরাহ বিনতে কামাল ও তানজিন তিশাকে পাওয়া যায় অসংলগ্ন অবস্থায়। বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করেন পরী মণি। জানান, সুনেরাহর কারণে তাঁর ও রাজের সংসার ভাঙতে পারে। যেখানে দেখা যায়, রাজধানীর কোনো একটি ব্রিজের ওপর মধ্যরাতে বসে আছেন সুনেরাহ-রাজ-তিশা। তাঁদের মধ্যে হওয়া কথোপকথন খুবই অশ্রাব্য ছিল। অন্য এক ভিডিওতে দেখা যায়, রাজ-সুনেরাহ দু’জন বসে আছেন কোনো একটি বারে। আর দু’জনেই মদ্যপ অবস্থায়। সঙ্গে আরও দুটি ভিডিওতে দেখা যায়, মধ্যরাতে কোনো এক ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তাঁরা। তখন তাঁদের কথাতে স্পষ্ট হয় যে, এ সময় স্বাভাবিক ছিলেন না। রাজের ফেসবুক থেকে ভিডিওটি প্রকাশের ১৭ মিনিটের মাথায় তা ডিলিট করা হয়। বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে সুনেরাহ দুঃখ প্রকাশ করেন।

তানজিন তিশা ও সাংবাদিকদের দ্বন্দ্ব
গত ১৬ নভেম্বর গুঞ্জন ছড়ায়, অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে প্রেমের জেরে আত্মহত্যার চেষ্টা করেছেন অভিনেত্রী তানজিন তিশা! বিষয়টি জানতে চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক মাজহারুল ইসলাম তামিম কথা বলতে চান তিশার সঙ্গে। আলাপকালে ওই সাংবাদিককে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি দেন তিনি। নিজের ভুল স্বীকার করে পরদিন ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট দেন তিশা। পরে সেই পোস্টও মুছে ফেলেন। গত ২০ নভেম্বর বিকালে সেই সাংবাদিকের নামে ডিবিতে সাইবার বুলিংয়ের অভিযোগ জানান তিশা। পরে অভিনেত্রীর অপেশাদার বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে ২১ নভেম্বর এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিনোদন সাংবাদিকরা। তখন বিষয়টি মিটমাট হলে দুঃখ প্রকাশ করেন তিশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান