শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

১৬ বছর পর আপিলের অনুমতি পেল চ্যানেল ওয়ান

বিনোদন প্রতিবেদক / ৬৪ জন দেখেছেন
আপডেট : জানুয়ারি ২৩, ২০২৫
১৬ বছর পর আপিলের অনুমতি পেল চ্যানেল ওয়ান
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

দীর্ঘ ১৬ বছর পর মামলার আবেদন খারিজের বিরুদ্ধে আপিল দায়েরের অনুমতি পেয়েছে চ্যানেল ওয়ান। আজ বৃহস্পতিবার এই অনুমতি দেন চেম্বার জজ। এই আদেশের ফলে চ্যানেল ওয়ান সম্প্রচারে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন চ্যানেল ওয়ানের লিগ্যাল অফিসার মিজান-উল হক।

২০১০ সালের ২৭ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সন্ধ্যা ৬টা ৫ মিনিট থেকে ৬টা ১০ মিনিটের সময় বিটিআরসি চ্যানেল ওয়ানের ফ্রিকুয়েন্সি বরাদ্দ বন্ধ করে দেয়। এর বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে তৎকালীন সরকারের বিরুদ্ধে মামলা করা হলে আবেদনটি খারিজ করে দেওয়া হয়।

চ্যানেল ওয়ানের লিগ্যাল অফিসার মিজান-উল হক বলেন, খারিজের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার জজ ১৬ বছর পরে আপিল করার অনুমতি দিয়েছন। আদালতের সংক্ষিপ্ত আদেশ পেয়ে চ্যানেল ওয়ানের এমডি তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন বলেন, ‘আলহামদুলিল্লাহ। রাষ্ট্রের সর্বোচ্চ আদালত ন্যায়বিচার করেছেন।’

আদালতে চ্যানেল ওয়ানের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল, পলাশ চন্দ্র রায়, কাজী আখতার হোসেন, মোহাম্মদ মাসুম বিল্লাহ, ব্যারিষ্টার মারুফ ইব্রাহিম (আকাশ)।

আদালতের আদেশের বিষয়টি অ্যাডভোকেট মোহাম্মদ মাসুম বিল্লাহ জানিয়েছেন। তিনি সর্বোচ্চ আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।তিনি বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে,আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন চ্যানেল ওয়ান এর লিগ্যাল অফিসার মিজান-উল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান