বাংলাদেশ বেতারে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের উপস্থিতিতে স্টুডিওতে রেকর্ড হলো একটি বৈষম্যবিরোধী গান। কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান।
এর মাধ্যমে দীর্ঘ ১৫ বছর পর বেতারের কোনো গানে পাওয়া গেল তাঁকে। বিএনপির মতাদর্শের শিল্পী হওয়ায় অনেকটা অবাঞ্ছিতই ছিলেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ সংগীতশিল্পী। মনির জানান, বেতারের চারটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এরমধ্যে একটি গান হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে।
‘বৈষম্যবিরোধী’ গানটি সম্পর্কে মনির খান বলেন, ‘গত সোমবার বেতারের স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে। গীতিকার মুন্সি ওয়াদুদ, তিনি তো বরাবরই ভালো লেখেন। তার লেখনী নিয়ে নতুন করে বলার কিছু নেই। আবার মকসুদ জামিল মিন্টু ভাইয়ের সুরের কথা কী বলব, অসাধারণ। সব মিলে অনেক সুন্দর একটি গান করেছি আমরা।’
তিনি বলেন, ‘একজন সাধারণ মানুষ বলেন আর সংগীতশিল্পী বলেন, একটা কথাই বলব—কখনও কোনো শিল্পীকে যেন কোনোভাবে তার সৃজনশীল কাজে বাধা প্রদান করা না হয়। শিল্পীদের সঙ্গে যেন প্রতিহিংসার রাজনীতি না হয়।’
উল্লেখ্য, ১৯৯৬ সালে একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিলেন মনির খান। এ পর্যন্ত ৪২টিরও বেশি একক অ্যালবাম বেরিয়েছে তাঁর। দ্বৈত ও মিশ্র অ্যালবামের সংখ্যাও অনেক। ‘প্রেমের তাজমহল’, ‘লাল দরিয়া’ ও ‘দুই নয়নের আলো’সহ অনেক সিনেমায় গান করেছেন মনির খান।
You must be logged in to post a comment.