বছরের শুরুতে অক্ষয় কুমার এবং ফিরোজ নাদিয়াদওয়ালা ‘ওয়েলকাম 3’ ছবিটা ঘোষণা করেছিলেন। ছবিতে একসঙ্গে দেখা যাবে বহু তারকাকে। ছবিটির প্রথম পার্ট দর্শকদের মন জয় করেছিল। এখন এর তৃতীয় পার্টের জন্য প্রস্তুতি চলছে। ছবিটির শ্যুটিংও শুরু হয়েছে। কিন্তু, এরই মাঝে এমন একটি খবর প্রকাশ্যে এসেছে যা শুনে চমকে উঠেছে সকলে।
অক্ষয় কুমারের সিনেমা ‘ওয়েলকাম ৩’ পরিচালনা করছেন আহমেদ খান। চলতি বছরই মুক্তি পাবে ছবিটি। অক্ষয়ের পাশাপাশি থাকবেন অনিল কপুর, তুষার কপুর, জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটানি-সহ অনেক অভিনেতা। এই তালিকায় সঞ্জয় দত্তের নামও ছিল। কিন্তু, এখন তিনি সিনেমাটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নিজেই এই খবরটি জানিয়েছেন অক্ষয়কে। সঞ্জয় বলেন, ছবি ছাড়ার কারণ কিছু বিষয় নিয়ে যথোপযুক্ত আলোচনা করতে না পারা। যা শুনে অবাক ভক্তেরাও।
বলিউড হাঙ্গামা অনুসারে, সঞ্জয় দত্ত মনে করেন যে ‘ওয়েলকাম 3’-এর শ্যুটিং কোনও পরিকল্পনা ছাড়াই করা হচ্ছে। চিত্রনাট্যে অনেক পরিবর্তন আনা হচ্ছে। যা তাঁর বাকি ছবির শ্যুটিং শিডিউল নষ্ট করছে। এই কারণেই ছবি থেকে বেরিয়ে গিয়েছেন তিনি। যদিও সঞ্জয় ছবিটির শ্যুটিং করেছিলেন ১৫ দিন। তাঁর মাত্র ১৫ দিনের শ্যুটিং দিয়েই বা কী হবে? এই বিষয়টি নিয়েও নির্মাতারাও ভাবছেন।
প্রথমত, সঞ্জয়ের শ্যুটিং করা অংশ সিনেমা থেকে বাদ দিতে হবে এবং দ্বিতীয়ত, তাঁর শ্যুট করা পার্টটিকে বিকল্প হিসেবে রাখতে হবে। এমনটাও বলা হয়েছে, সঞ্জয় দত্ত প্রথম শিডিউলে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর কিছু আকর্ষণীয় অংশের শ্যুটিং করেছেন। নির্মাতারা এটি পুনরায় শ্যুট করতে পারেন এবং গেস্ট হিসেবে সঞ্জয়ের শ্যুটিং করা অংশ রাখতে পারেন। ছবিটি মুক্তির পর জানা যাবে ছবিতে তিনি কতটা অংশে অভিনয় করছেন।
‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর কলাকুশলী নিয়ে বলতে গেলে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, সুনীল শেঠির সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটানি, রবিনা ট্যান্ডন এবং লারা দত্তের মতো অভিনেতারা মুখ্য ভূমিকায় থাকবেন। চলতি বছরের বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। ছবিটির প্রথম পার্ট ২০০৭ সালে মুক্তি পেয়েছিল। ‘ওয়েলকাম’ দর্শকদের অনেকভাবে বিনোদন দিয়েছিল। এবার দর্শকরা অপেক্ষা করছেন ‘ওয়েলকাম 3’-র জন্য।
গত বছর ছবিটির প্রথম ঝলক ভাগ করেছিলেন নির্মাতারা। শ্রেয়স তালপাড়ে বিশেষ ভূমিকায় অভিনয় করবেন বলেও জানা গিয়েছে। শ্রেয়স বলেছিলেন, ‘এটি একটি আকর্ষণীয় এবং মজার গল্প। আমরা মানুষকে এভাবেই বিনোদন দিই। আমি মার্চ মাসে আমাদের পরবর্তী বড় সময়সূচীর অপেক্ষায় রয়েছি। আমার আর তুষারের একসঙ্গে কিছু পাগলামির দৃশ্য রয়েছে। শুধু আমি এবং তুষার নই, আরশাদ এবং সঞ্জু স্যারও একসঙ্গে আসছেন।’
‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ প্রযোজনা করেছেন ফিরোজ এ. নাদিয়াদওয়াল্লাহ এবং পরিচালনা করেছেন আহমেদ খান। ২০ ডিসেম্বর ২০২৪-এ ক্রিসমাস সপ্তাহে ছবিটি মুক্তির জন্য তৈরি।
You must be logged in to post a comment.