জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর-৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এটিএন বাংলায় আজ (১৫ আগস্ট ২০২২) রাত ১০.৫০ প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘১৫ আগস্ট; ইতিহাসের অন্ধকারতম অধ্যায়’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রাসেল মাহমুদ। অধ্যাপক মুনতাসীর মামুন এর উপস্থাপনায় অনষ্ঠানে আলোচক হিসেবে অংশগ্রহণ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার, সাংবাদিক,কলামিস্ট এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির। আলোচনা ছাড়াও ১৯৭৫ সালের ১৫ই আগস্ট রাতে ধানমন্ডির ৩২ নম্বরে যে পৈচাসিক হত্যাযজ্ঞ চলেছিল তার আলোকে একটি তথ্যচিত্র প্রচার হবে অনুষ্ঠানে। তথ্যচিত্রে সাক্ষাৎকার প্রদান করেছেন বঙ্গবন্ধুর পাশের বাসা থেকে প্রত্যক্ষদর্শী ঢাবির প্রথম নারী উপ-উাপাচার্য ড. নাসরীন আহমদ এবং ঘটনার প্রত্যক্ষদর্শী আবদুর রহমান শেখ রমা।
পৃথিবীর ইতিহাসে সেই জঘন্যতম হত্যাকান্ডে বিশ^াসঘাতকরা শুধু বঙ্গবন্ধু পরিবারকেই হত্যা করেনি, হত্যা করেছে এদেশের মানুষের স্বপ্ন আর ইতিহাস জয়ের গৌরবকে। সেই থেকে আগস্ট শব্দটি বাঙ্গালীর কান্নায় পরিণত হয়েছে। যে বিশাল হৃদয়ের মানুষকে কারাগারে বন্দি রেখেও স্পর্শ করার সাহস পায়নি পাকিস্তানি হানাদার বাহিনী, তাকেই কিনা নির্মমভাবে জীবন দিতে হয়েছে বাংলার মাটিতেই। এ লজ্জা আমরা রাখবো কোথায়?
You must be logged in to post a comment.