রবিবার, ১৫ জুন ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন

১৪ বছর পরে ফিরছে হ্যারি পটার !

বিনোদন ডেস্ক / ২৫ জন দেখেছেন
আপডেট : মে ৩০, ২০২৫
১৪ বছর পরে ফিরছে হ্যারি পটার !
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

এইচবিও চ্যানেলে এবার টিভি সিরিজে ফিরছে হ্যারি পটার। পটার-প্রেমীদের জন্য বড় সুখবর। ১৪ বছর পরে ফের দেখা মিলবে হ্যারি, রন আর হারমাইনির। তবে এবার নতুন মুখ। বড়পর্দায় যে হ্যারি-রন-হারমাইনিদের (Harry Potter) দেখে মাতোয়ারা হয়েছে দর্শক এতদিন, এবার সেই চরিত্রে বদল। এইচবিওর এই নতুন টিভি সিরিজে এবারে নতুন ৩ মুখ। সম্প্রতি ‘হ্যারি পটার’-এর লেখিকা জে কে রাউলিং এই নতুন চরিত্রদের (Harry Potter TV Series) নিয়ে চ্যানেলকে অনুমোদন দিয়েছেন। তবে এক্স হ্যান্ডলে এক অনুরাগীর পোস্টের উত্তরে তিনি এও জানিয়েছেন যে এই নতুন চরিত্রদের অনুমোদন দিলেও তিনি খুব একটা খুশি নন এতে।

বুধবার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে এইবিও চ্যানেলের পক্ষ থেকে জানানো হয় হ্যারি পটার টেলিভিশন সিরিজের নতুন চরিত্রদের কথা। একেবারে নতুন ৩ মুখ এবার এই বিপুল জনপ্রিয় চরিত্রে অভিনয় করবেন। এইবিও জানিয়েছে এই নতুন সিরিজে নতুন প্রজন্মের হ্যারির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে নবাগত অভিনেতা ডোমিনিক ম্যাকলাফলিনকে। আর অন্যদিকে রন ওয়েলসির ভূমিকায় থাকবেন অ্যালাস্ট্যায়ার স্টাউট আর হারমাইনি গ্রেঞ্জারের চরিত্রে দেখা যাবে অ্যারাবেলা স্ট্যান্টনকে।

এর আগে এই তিন জনপ্রিয় চরিত্রে অভিনয় করতেন হ্যারির ভূমিকায় ড্যানিয়েল র‍্যাডক্লিফ, রনের ভূমিকায় রুপার্ট গ্রিন্ট এবং হারমাইনির ভূমিকায় এমা ওয়াটসন। তবে এবার এই নতুন চরিত্রদের নিয়ে খুব একটা খুশি নন জে কে রাউলিং। সমাজমাধ্যমে এক অনুরাগীর পোস্টের উত্তরে তিনি স্পষ্ট লেখেন, ‘অল থ্রি আর ওয়ান্ডারফুল। আই কুড নট বি হ্যাপিয়ার’। হ্যারি পটার সিরিজে অভিনয়ের মধ্য দিয়ে যে শিশু অভিনেতাদের জীবন শুরু হতে চলেছে, তাদের জন্য এই মন্তব্য খানিক হতাশার। এমনকী রাউলিংয়ের এই মন্তব্য হ্যারি পটার-প্রেমীদের মনও খানিক বিষণ্ণ করে তুলেছে।

নতুন হ্যারি ডোমিনিক লাফলিন আদপে একজন নবাগত অভিনেতা। এর আগের বছর সিরিজ নির্মাতাদের একটি অডিশনে ৯ থেকে ১১ বছর বয়সীদের মধ্যে থেকে ডোমিনিক নির্বাচিত হন। অন্যদিকে নতুন হারমাইনি অ্যারাবেলা অনেক আগে থেকেই মঞ্চে অভিনয় করেন শিশুশিল্পী হিসেবে। আর রনের ভূমিকায় অ্যালাস্টেয়ার স্টাউটের এটাই প্রথম বিগ-ব্রেক হতে চলেছে।

এই তিনজন মুখ্য চরিত্র ছাড়াও এই টেলিভিশন সিরিজে অ্যালবাস ডাম্বলডোরের ভূমিকায় দেখা যাবে জন লিথগোকে, মিনার্ভা ম্যাকগোনাজেলের ভূমিকায় জ্যানেট ম্যাকটিয়ার, সেভেরাস স্নেপের ভূমিকায় পাপ্পা এসিডু, রুবিয়াস হ্যাগ্রিডের ভূমিকায় দেখা যাবে নিক ফ্রস্টকে। ২০২৬ অথবা ২০২৭-এর শুরুর দিকে এই টেলিভিশন সিরিজ মুক্তি পেতে পারে বলেই জানা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান