মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন

১২ মার্চ বসবে অস্কার পুরস্কারের আসর

ফোরাম প্রতিবেদক / ১৮৫ জন দেখেছেন
আপডেট : মার্চ ১১, ২০২৩
১২ মার্চ বসবে অস্কার পুরস্কারের আসর
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

চলতি বছরের অস্কার পুরস্কারের আসর বসবে আগামী ১২ মার্চ। এ দিন গত বছরে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলোর মধ্য থেকে সেরাদের হাতে তুলে দেওয়া হবে অস্কারের সোনালি ট্রফি। এরই মধ্যে অস্কার মঞ্চের সেরাদের বেছে নিতে শেষ হয়েছে চূড়ান্ত পর্যায়ের ভোটগ্রহণ। হলিউডের বাতাসে উড়ে বেড়াচ্ছে নানা গুঞ্জনও। চলুন জেনে নেওয়া যাক, এবারের অস্কারের মঞ্চে আলো ছড়াতে চলেছে কারা–

প্রথমেই আসা যাক সেরা ছবির প্রসঙ্গে। এই ক্যাটাগরিতে মনোনীত ছবিগুলোর মধ্যে আছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ বা ‘টপ গান: ম্যাভরিক’-এর মতো তুমুল ব্যবসাসফল ছবি থেকে শুরু করে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ক্ল্যাসিক গল্পের ছবি ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। গত কয়েক বছর ধরেই তুমুল ব্যবসা করা ছবিগুলো অস্কারে মনোনয়ন পেলেও শেষ পর্যন্ত ট্রফি হাতে নিতে পারছে না। তাই টপ গান বা অ্যাভাটারের পক্ষে বাজি ধরার মানুষ খুব একটা নেই। এবারে এই ক্যাটাগরিতে চমক হয়ে এসেছে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ নামের ছবিটি। মাল্টিভার্সকে কমেডির দুনিয়ায় নিয়ে আসা ছবিটি অস্কারে ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছে। এরই মধ্যে বছরের গুরুত্বপূর্ণ পুরস্কারের আসরগুলোতে বাজিমাত করেছে ৩৫ বছর বয়সী দুই পরিচালক ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্টের এই ছবি।

গত বছর বিশ্বব্যাপী ১০ কোটি ডলারের ব্যবসা করেছে ছবিটি। সমালোচকদের প্রথম পছন্দও ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। হলিউড সংশ্লিষ্টরা ধারণা করছেন, এবারের আসরে সেরা ছবিসহ গুরুত্বপূর্ণ অনেক বিভাগেই ট্রফি জিততে পারে এই ছবি।

সেরা ছবির দৌড়ে অবশ্য এর পরেই সম্ভাবনা আছে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’-এর। সিনেমাবোদ্ধাদের দ্বিতীয় পছন্দ এই ছবিটি। যদিও একই গল্পে একাধিক সিনেমা হলিউডে তৈরি হয়েছে আগে, অস্কারও জিতেছে। তবে এবারের নেটফ্লিক্সের সংস্করণটিকে অনেকেই বাকিগুলোর থেকে এগিয়ে রাখছেন। বিশেষ করে ছবিটির চিত্রায়ন ও আবহসঙ্গীত নিয়ে মুগ্ধতা ঝরেছে সমালোচকদের কন্ঠে। একাধিক বিভাগে অস্কার জিতে নেওয়ার সম্ভাবনা আছে ছবিটির।

সেরা পরিচালকের দৌড়েও এগিয়ে আছে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। ছবিটির দুই পরিচালক ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট অস্কার জিতে নিতে পারেন বলে জোর গুঞ্জন আছে। তবে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে এই বিভাগে আছেন প্রখ্যাত স্টিভেন স্পিলবার্গ। ‘দ্য ফেবলম্যানস’ দিয়ে ভালোই আলোড়ন তুলেছেন তিনি। ছবিটি মূলত স্পিলবার্গের শৈশব-কৈশোরের কাহিনি নিয়েই তৈরি। স্বাভাবিকভাবেই প্রখ্যাত পরিচালকের জীবন নিয়ে আগ্রহ আছে দর্শক ও সমালোচকদের মধ্যে।

সেরা অভিনেতার তালিকায় মনোনীতদের মধ্যে এগিয়ে আছেন তিনজন। এঁদের মধ্যে শীর্ষে আছেন ‘এলভিস’ ছবিতে দুর্দান্ত অভিনয় করা অস্টিন বাটলার। তবে এ বিভাগে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলছেন অভিজ্ঞ অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার ও কলিন ফেরেল। ‘দ্য হোয়েল’ ছবিতে ফ্রেজারের অভিনয় অনেক চলচ্চিত্রবোদ্ধাকেই আকৃষ্ট করেছে। আর ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’ ছবির আইরিশ গল্পে কলিন ফেরেলের দুরন্ত অভিনয়কে একেবারে বাতিলের খাতায় ফেলে দেওয়াও বেশ কঠিন।

এবারের অস্কারে সেরা অভিনেত্রীর তালিকায় এশিয়া থেকে মনোনয়ন পেয়েছেন মিশেল ইয়ো। হলিউডের সিনেমায় তিনি এশীয়দের মধ্যে বেশ পরিচিত মুখ। ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবিতে মূল প্রোটাগনিস্টের ভূমিকায় মিশেল ছিলেন অনবদ্য। তবে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন কেট ব্ল্যানচেট। ‘টার’ সিনেমায় তাঁর অভিনয়কে এগিয়ে রাখছেন অনেক চলচ্চিত্র সমালোচক।

এর বাইরে বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই হবে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ এবং ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’-এর মধ্যে। বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে বিভাগে তর্কাতীতভাবে এগিয়ে আছে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। বেস্ট সিনেম্যাটোগ্রাফিতেও এগিয়ে আছে ছবিটি। তবে কস্টিউম ডিজাইনে সেরা হওয়ার দৌড়ে সবার ওপরে আছে ‘এলভিস’। এই দুই ছবির আবার জোর টক্কর লেগে যাবে বেস্ট ফিল্ম এডিটিং বিভাগে।

সব মিলিয়ে প্রতিদ্বন্দিতার বিচারে এবারের অস্কার আসর বেশ জমজমাট হবে বলেই ধারণা করা হচ্ছে। ১২ মার্চ শেষতক শেষ হাসি কারা হাসে, তা-ই এখন দেখার!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান