রবিবার, ১৫ জুন ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন

১১ এপ্রিল স্বাধীনতা কনসার্ট

বিনোদন প্রতিবেদক / ৫৩ জন দেখেছেন
আপডেট : মার্চ ২৭, ২০২৫
১১ এপ্রিল স্বাধীনতা কনসার্ট
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

রাজধানীসহ দেশের ৩টি বিভাগীয় শহরে ১১ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে স্বাধীনতা কনসার্ট। আয়োজনে রয়েছে বিএনপি সমর্থিত সংগঠন ‘সবার আগে বাংলাদেশ’। ঢাকার কনসার্টটি আয়োজিত হবে মানিক মিয়া এভিনিউতে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানে সংগঠনটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব এবং সংগঠনটির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই কনসার্ট আয়োজন করা হচ্ছে।

দেশের ৪টি মহানগর ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় একই দিনে বিকেল ৩টা থেকে শুরু হবে এই কনসার্ট। পবিত্র রমজানের কারণে ঈদের পরে কনসার্টগুলো অনুষ্ঠিত হবে উল্লেখ করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘দেশব্যাপী এ আয়োজনের মূল লক্ষ্য দেশের কৃষ্টি ও সংস্কৃতিতে ভারতীয় এবং পাকিস্তানি সংগীতের আগ্রাসন রুখে দিয়ে দেশীয় সমৃদ্ধ কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা।’

ঢাকার বাইরে চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়াম, খুলনায় জেলা স্টেডিয়ামে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। বগুড়ার ভেন্যু হিসেবে রয়েছে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, ‘সবার আগে বাংলাদেশ শুধু সাংস্কৃতিক ক্ষেত্রে কাজ করবে এমনটি নয়, দেশের যেখানে মানুষের সহায়তায় দরকার হবে সেখানেই এই সংগঠন কাজ করবে।’

প্রসঙ্গত, রাজধানী ঢাকায় সংগীত পরিবেশন করবেন জেমস, ফিডব‍্যাক, শিরোনামহীন, প্রীতম, জেফার, মিলা, মিফতাহ জামান। চট্টগ্রামে মাইলস, সাবকনশাস, বে অব বেঙ্গল এবং মিথুন বাবু। বগুড়ায় আর্টসেল, ভাইকিংস ও বেবি নাজনীন। খুলনায় ওয়ারফেজ, কার্নিভেল, বাংলা ফাইভ, কুঁড়েঘর, বালাম, তাহসান, কনা, নাসির, লিজা ও পলাশ। এর বাইরে প্রত্যেক এলাকার আঞ্চলিক পরিবেশনা থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান