বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন

১১ আগস্ট মুক্তি পাচ্ছে ‘মাইক’

ফোরাম প্রতিবেদক / ৯০ জন দেখেছেন
আপডেট : জুলাই ১৮, ২০২৩
১১ আগস্ট মুক্তি পাচ্ছে ‘মাইক’
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

আগামী ১১ই আগস্ট মুক্তি পাচ্ছে মাইক সিনেমা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এ সিনেমা। বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য প্রথম শিশুতোষ চলচ্চিত্র এটি।

লেখক, কলামিস্ট ও সংগঠক এফ এম শাহীনের প্রযোজনায় চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল। গত ২৯শে মে চলচ্চিত্রটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছিল।

পরিচালক এফ এম শাহীন বলেন, শিল্পের অন্য যেকোনো মাধ্যম আমাদের চেতনার জগতকে ততটুকু নাড়া দিতে যথেষ্ঠ নয়, যতটুকু চলচ্চিত্র দিতে পারে। আমার বিশ্বাস, ‘মাইক’ চলচ্চিত্র নতুন প্রজন্ম জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণসহ স্বাধীনতার ইতিহাস জানতে পারবে।

মাইক সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও অভিনেত্রী তানভীন সুইটি। এ ছাড়াও বিশিষ্ট অভিনেতা তারিক আনাম খান, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, শিশুশিল্পী সানজিদ রহমান খান, আলী আবদুল্লাহ দাইয়ান ভূঁইয়া, খোন্দকার মেঘদূত জলিল, মীর্জা ত্বাবীব ওয়াসিতকে কেন্দ্র করে সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান