শনিবার, ১৪ জুন ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

হ্যাকারের কবলে পড়ে বিপাকে গোবিন্দ

ফোরাম প্রতিবেদক / ১৮৩ জন দেখেছেন
আপডেট : আগস্ট ৪, ২০২৩
হ্যাকারের কবলে পড়ে বিপাকে গোবিন্দ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে বিতর্কিত পোস্ট নিয়ে বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি উত্তর ভারতের একটি ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে অশান্তির পরিবেশ তৈরি হয়। এমতাবস্থায় নিজের টুইটার অ্যাকাউন্টে ধর্মীয় হিংসাকে কেন্দ্র করে গোবিন্দের একটি টুইট অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করে। সেখানে জনতার বিক্ষোভের ছবি দেখা গেছে।

টুইটের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিংয়ের শিকার হন অভিনেতা। অনুরাগীদের মধ্যে অনেকেই দাবি করেন, অভিনেতার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এই প্রসঙ্গে বুধবার পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি গোবিন্দ।

কিন্তু বৃহস্পতিবার অভিনেতা অনুরাগীদের আশঙ্কাতেই সিলমোহর দিলেন। অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তার টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। তার ফলেই এই বিপত্তি ঘটেছে।

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে গোবিন্দ লেখেন, ‘একটু আগে খবরটা পেলাম। আমার টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। তাই হরিয়ানার ঘটনাকে কেন্দ্র করে কোনো টুইটে আমার নাম জড়াবেন না।’

ভিডিওতে তিনি বলেন, ‘এই টুইটের সঙ্গে আমার নাম জড়াবেন না। কারণ টুইটটা আমি পোস্ট করিনি। পুলিশের সাইবার সেলে আমি অভিযোগ করেছি। দেখছি কী করা যায়।’

আপাতত বিতর্ক থেকে দূরে থাকতে নিজের টুইটার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দিয়েছেন গোবিন্দ। অনুরাগীদের জন্য তার বার্তা, ‘আপনারা জানেন আমি এরকম কোনো পোস্ট করিনি। আমার টিমের সদস্যরাও এরকম কিছু করেনি বলে জানিয়েছে। তাছাড়া আমি তো দীর্ঘ দিন টুইটার ব্যবহার করি না।’

তা হলে এরকম কাণ্ড ঘটল কেন? ওই ভিডিওতে এরও জবাব দিয়েছেন অভিনেতা। তার অনুমান, ‘সামনে নির্বাচন আসছে। আমার মনে হয় কেউ হয়তো ভেবেছেন আমি কোনো দলের হয়ে নির্বাচনে লড়ব। তাই হয়তো এই কাণ্ড ঘটিয়েছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান