৯০ দশকের তুমুল জনপ্রিয় ‘হোম অ্যালোন’ সিনেমার সেই আইকনিক বাড়িটি বিক্রি হচ্ছে। আমেরিকার শিকাগো শহরতলির ওই বাড়িটির দাম হাঁকা হয়েছে সাড়ে ৫২ লাখ ডলার। লাল-সাদা রঙের বাড়িটিতে সিনেমার অনেকাংশের শুটিং হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ৯ হাজার বর্গফুটের বাড়িটি ১৯২১ সালে নির্মিত। এর আগে ২০১২ সালে বাড়িটি ১৫ লাখ ৮৫ হাজার ডলারে বিক্রি হয়েছিল। পরবর্তীতে ২০১৮ সালে সংস্কার করে পাঁচ বেডরুম ও ছয় বাথরুমের বাড়িটিকে আরও নান্দনিক ও বড় করা হয়। বর্তমানে বাড়িটিতে আরামদায়ক বেডরুমের পাশাপাশি লিভিং রুম, সুবিশাল রান্নাঘর, জিম ও থিয়েটারের ব্যবস্থা রয়েছে।
রিয়েল এস্টেট কোম্পানি ডন ম্যাককেনা বাড়িটি বিক্রির দায়িত্বে আছে। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমেরিকান পপ কালচারের সবচেয়ে আইকনিক সিনেমার শুটিং হওয়া বাড়ির একটির মালিক হওয়ার বিরল সুযোগ দিচ্ছি আমরা।’
এর আগে ২০২১ সালের ডিসেম্বরে আইকনিক বাড়িটি এক রাতের জন্য ভাড়া নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। জনপ্রতি ২৫ ডলারের বিনিময়ে বেশ কয়েকজন ‘হোম অ্যালোন’-ভক্ত বাড়িটিতে থেকে শৈশবের স্মৃতি রোমন্থনের সুযোগ পেয়েছিলেন সে সময়।
ছোট-বড় সবার প্রিয় ‘হোম অ্যালোন’ সিনেমা ১৯৯০ সালে মুক্তি পায়। সর্বকালের সেরা ক্রিসমাস ক্লাসিক বলা হয় হলিউডের এই সিনেমাকে। ছবির কেন্দ্রীয় চরিত্র কেভিনের নানা কাণ্ড দর্শকের মনে গেঁথে যাওয়ার মতো। বিশ্বব্যাপী জনপ্রিয় সিনেমাটিতে কেভিন ম্যাকক্যালিস্টার চরিত্রে অভিনয় করেন ম্যাকুলে কুলকিন। জনপ্রিয়তা বিবেচনায় পরবর্তীতে সিনেমাটির সিক্যুয়ালও নির্মিত হয়।
You must be logged in to post a comment.