রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন

হোটেলে বন্দি করে রাখা হয় ‘গরম মশলা’ নায়িকাকে, তারপর যা হল…

ফোরাম প্রতিবেদক / ১২২ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২২
হোটেলে বন্দি করে রাখা হয় ‘গরম মশলা’ নায়িকাকে, তারপর যা হল…
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

‘গরম মশলা’-খ্যাত অভিনেত্রী নিকিতা রাওয়াল অভিযোগ করলেন তাঁকে এক হোটেলে বন্দি রাখা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট শেয়ার করেন নিকিতা। যা নিয়ে নিমেষে হৈচৈ।

একটি ছবির শ্যুটের জন্য কাস্ট অ্যান্ড ক্রুর সঙ্গে হোটেলে ওঠেন নিকিতা। সেখানে থেকেই করছিলেন নতুন ছবির শ্যুট। তবে প্রযোজকের টাকা কম পড়ায় এখন ওই হোটেলের তরফে নিকিতা ও সিনেমার অন্য অভিনেতাদের বন্দি রাখা হয়েছে। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন তিনি। সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এটা একেবারেই ঠিক হচ্ছে না। আমাদের নিজেদের ইচ্ছার বাইরে গিয়ে এখানে রাখা হয়েছে। আর এতে আমাদের কোন দোষও ছিল না। কোনও গনতান্ত্রিক দেশে এই ধরনের ব্যবহার অবাক করে। টাকার জন্য বন্দি হিসেবে রাখাটা আমাদের রাগিয়ে তুলছে, মন ব্যথিত করছে।’

নিপুণের ‘বীরত্ব’ যৌনকর্মীতে

নিকিতা রাওয়ালকে শেষ দেখা গিয়েছে ‘শাই শাই দিল’ ছবিতে। দিনকয়েক আগেই এই অভিনেত্রী অভিযোগ এনেছিলেন দিল্লিতে বন্দুক দেখিয়ে তাঁকে লুঠপাট করা হয়। সঙ্গে থাকা গয়না, ঘড়ি এবং একটি ইভেন্ট থেকে অ্যাডভান্স পেমেন্ট হিসেবে পাওয়া ৭ লাখ টাকা নিয়ে নেওয়া হয়। ‘আমি ভয় পেয়েছিলাম ওরা বোধহয় ধর্ষণ করে আমার খুন করবে’, সেইসময় ওই ডাকাতির ঘটনা নিয়ে জানিয়েছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান