ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বর্তমানে যিনি দক্ষিণী চলচ্চিত্রে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন। কিন্তু সেই সামান্থাই যে একসময় হোটেলে কাজ করতেন তা কি জানেন তার ভক্তরা?
এমনকি তার প্রথম উপার্জন কত ছিল তা কি জানেন? সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভ সেশনে এক ভক্ত সামান্থাকে জিজ্ঞেস করেন, তার প্রথম স্যালারি কত ছিলো?
উত্তরে সামান্থা বলেন, তার প্রথম ইনকাম ছিল ৫০০ রুপি। যেটি ছিল একটি হোটেলের কনফারেন্স। সেই হোটেলে তিনি আট ঘণ্টা সেবিকার কাজ করেছিলেন। তখন তিনি একাদশ বা দ্বাদশ শ্রেণিতে পড়তেন। এটিই ছিল তার প্রথম উপার্জন।
গেল বছর শোনা গিয়েছিল, ব্লকবাস্টার ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার আইটেম গান ‘ও অন্তভ’ তে মাত্র তিন মিনিট নেচে নিয়েছিলেন সাড়ে পাঁচ কোটি টাকা! যার পর থেকেই নাকি অভিনেত্রী পারিশ্রমিক বাড়িয়েছেন। বর্তমানে তার হাতে দক্ষিণী সিনেমা ছাড়াও বলিউডের প্রজেক্ট রয়েছে।
https://twitter.com/i/status/1517065739978432512
You must be logged in to post a comment.