শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন

হেলিকপ্টারে আগুন, মৃত্যুকে কাছ থেকে দেখলেন দেব

বিনোদন ডেস্ক / ৪৬ জন দেখেছেন
আপডেট : মে ৪, ২০২৪
হেলিকপ্টারে আগুন, মৃত্যুকে কাছ থেকে দেখলেন দেব
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

টালিউড সুপারস্টার ও ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবকে বহকারী হেলিকপ্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ মে) ভারতের পশ্চিমবঙ্গের মালদহ (মালদা) জেলায় এ দুর্ঘটনা ঘটে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন টালিউডের এই অভিনেতা, তিনি বর্তমানে পুরোপুরি সুস্থ আছেন বলেও জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার জন্য মালদা থেকে রানীনগরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, দেবকে বহন করা হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। মালদা হেলিপ্যাড থেকে উড্ডয়নের পরপরই আগুন ধরে গেলে পাইলট হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করেন। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা দেব অক্ষত ছিলেন। দুর্ঘটনার পর তিনি সড়কপথে গন্তব্যের উদ্দেশে রওনা হন।

দুর্ঘটনার খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে দেবের খোঁজখবর নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান