আলোচোনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকে তার নাম। আজব-অদ্ভুত সব পোশাক পরে বেশির ভাগ সময়ই মানুষের বিরক্তি আর হাসির খোরাকেও পরিণত হন তিনি। কিন্ত সে এসব তোয়াক্কা না করে নিজের মত করেই চলেন। বলা হচ্ছে উরফি জাভেদের কথা।
তবে এবার বেশ চটেছেন বিগ বস ওটিটি থেকে খ্যাতির শীর্ষে উঠে আসা বি টাউনের এই গ্লামার গার্ল। কিন্ত কেন, কি এমন হল? যার কারণে এত বেশি ক্ষেপেছেন উরফি? সম্প্রতি হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী। তাও আবার ১৫ বছরের কিশোরের কাছে।
পরিবারের সঙ্গে মুম্বাইয়ের এক রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন উরফি। তাদের দেখে ছবি তোলার জন্য রেস্তরাঁয় ভিড় করছিলো অনেকেই। ঠিক তখনই তাদের সামনে দিয়ে একদল কিশোর যাচ্ছিল। তাদের মধ্যে একজন উরফিকে দেখে প্রশ্ন করে, ‘কত জনের সঙ্গে সহবাস করেছ?’ এমন প্রশ্ন শুনেই রেগে যান উরফি।
সেদিনের অভিজ্ঞতার কথা শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উরফি বলেন, ‘আমার এবং আমার পরিবারের সঙ্গে খুবই অস্বস্তিকর একটা ঘটনা ঘটে। আমি যখন ছবি তুলছি, পাশ দিয়ে একদল ছেলে যাচ্ছিল। তাদের মধ্যে একটা ছেলে সকলের সামনে আমাকে প্রশ্ন করে, ‘কত জনের সঙ্গে সহবাস করেছ?’ ছেলেটার বয়স ১৫-র কাছাকাছি। আমার মা ও গোটা পরিবারের সামনে ছেলেই এই প্রশ্ন করে।’
অভিযোগ করে তিনি আরও লিখেছেন, ‘আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে অস্বস্তি হচ্ছে। কিন্তু সবার সামনেই ওই ছেলেটার মুখে একটা ঘুষি মারতে ইচ্ছে করছিল। ছেলেদের শিক্ষা দিন, কীভাবে নারীদের সম্মান করতে হয়। এই ছেলেদের বাবা-মায়েদের জন্য আমার কষ্ট হয়।’
এদিকে উরফির নতুন শো ‘ফলো কর লো ইয়ার’— এ মুহূর্তে দেখা যাচ্ছে আমাজন প্রাইম ইন্ডিয়ায়। ৯ পর্বের এই সিরিজটি প্রযোজনা করেছে সোল প্রোডাকশনের ফাজিলা আল্লানা ও কামনা মেনেজেস এবং পরিচালনা করেছেন সন্দীপ কুকরেজা। শোটি পরিবার এবং বন্ধুদের সঙ্গে উরফির সম্পর্ক ও তার ব্যক্তিগত লড়াইয়ের পাশাপাশি উরফির ক্যারিয়ারের গল্প উঠে এসেছে।
মেরি দুর্গা ও বড়ে ভাইয়া কি দুলহানিয়ার মতো ভারতীয় টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন উরফি। বিগ বস ওটিটি সিজন ১-এর প্রতিযোগীও ছিলেন তিনি। সম্প্রতি এমটিভি স্প্লিটসভিলা ১৫-তে অতিথি হিসেবেও উপস্থিত হয়েছিলেন। এছাড়া দিবাকর বন্দ্যোপাধ্যায়ের লাভ সেক্স অউর ধোখা ২-তেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
You must be logged in to post a comment.