শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

হেইলি-সেলেনা বন্ধুত্বে নাখোশ বিবার?

ফোরাম প্রতিবেদক / ১২৭ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ২৬, ২০২২
হেইলি-সেলেনা বন্ধুত্বে নাখোশ বিবার?
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে জাস্টিন বিবারের স্ত্রী হেইলি ব্যাল্ডউইন এবং প্রাক্তন প্রেমিকা সেলেনা গোমেজ হাসিমুখে একসঙ্গে ছবি তুলেছেন!

শোনা যাচ্ছে সেলেনার সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠছে হেইলির। তবে বিষয়টি নাকি একেবারেই ভালো লাগছে না বিবারের।

লস অ্যাঞ্জেলসে অ্যাকাডেমি মিউজিয়াম গালা ২০২২-তে সেলেনার সঙ্গে দেখা হয়েছে হেইলির। সেখানেই একসঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন তারা। এর আগে বিবারের মন চুরি করে সেলেনা গোমেজের কাছ থেকে সরিয়ে দেয়ার অভিযোগ উঠছিল হেইলির বিরুদ্ধে। এক ফ্রেমে ধরা দিয়ে সেই অভিযোগই ঘুচিয়েছেন হেইলি।

তবে শোনা যাচ্ছে বিবার বিষয়টি ভালো চোখে দেখছেন না। বিশেষ করে ছবিতে দুজনের মাঝে কে বেশি যোগ্য তা নিয়ে ভক্তদের তুলনা মোটেও ভালো লাগছে না বিবারের। হেইলিকে নাকি তিনি সেলেনার সঙ্গে দূরত্ব বজায় রাখতেও বলে দিয়েছেন।

ধারণা করা হচ্ছে সেলেনা গোমেজ হয়তো এতদিনে বিবারকে পুরোপুরি মন থেকে সরাতে পেরেছেন। নাহলে এত সহজে বিবারের বর্তমান প্রেমিকার সঙ্গে ছবি তুলতে পারতেন না তিনি, এমনটাই মনে করছেন ভক্তরা। সূত্র: কইমই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান