সোমবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত মালয়ালি ইন্ডাস্ট্রির পরিচালক এবং চিত্রনাট্যকার সিদ্দিক ইসমাইল। শারীরিক অবস্থার অবনতি ঘটতেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। জানা যাচ্ছে, সিদ্দিকের অবস্থা সঙ্কটজনক।
দক্ষিণে কাজের পাশাপাশি বলিউডেও কাজ করেছেন সিদ্দিক। সলমন খান অভিনীত ‘বডিগার্ড’ ছবির পরিচালক তিনিই। শোনা গিয়েছে, হাসপাতালে তাঁকে একমো সাপোর্টে রাখা হয়েছে। বুধবার তাঁর শারীরিক অবস্থা এব চিকিৎসার পরিকল্পনা নিয়ে একটি বৈঠক হতে পারে। তার উপরেই ভিত্তি করেই চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন।
মালয়ালাম ইন্ডাস্ট্রিতে একাধিক সফল ছবি করেছেন ইসমাইল। তালিকায় আছে ‘গডফাদার’, ‘বিগ ব্রাদার’, ‘মারো’। ২০১১ সালে তাঁর পরিচালনায় ‘বডিগার্ড’-এ অভিনয় করেন সলমন। বক্স অফিসে ভাল ব্যবসা করেছিল ছবিটি। ১৯৮৯ সালে মালয়ালি ছবি ‘রামজি রাও’ দিয়ে পরিচালনায় হাতেখড়ি হয় তাঁর। সিদ্দিকের অসুস্থতার খবরে চিন্তিত তাঁর অনুরাগীরা। পরিচালকের দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁরা।
You must be logged in to post a comment.