‘ফাইটার’ সিনেমা নিয়ে বলিউডের পর্দায় প্রথমবার জুটি বেধেছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়–কোন। ভারতের স্বাধীনতা দিবসে প্রকাশ পেয়েছে সিনেমাটির পোস্টার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন ও অনিল কাপুর ‘‘ফাইটার’’ সিনেমার প্রথম মোশন পোস্টারটি শেয়ার করার পর থেকেই ভক্তদের নজর কেড়েছেন।
প্রথমবারের মতো হৃতিক ও দীপিকা জুটিকে দেখা যাবে পর্দায়। পাশাপাশি অনিল কাপুরও একই সিনেমায় যোগ দিচ্ছেন। তাই বলাই যায়, ‘‘ফাইটার’’-এর মোশন পোস্টার দেশটির স্বাধীনতা দিবসে একটি বড় উদযাপন। ‘‘ফাইটার’’ সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।
পোস্টারটি শেয়ার করে দীপিকা পাড়ুকোন তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমাদের গৌরবময় দেশের জন্য স্যালুট’। ফাইটার সিনেমাটি ২০২৪ সালের ২৫শে জানুয়ারি, ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
You must be logged in to post a comment.