ওপার বাংলার নতুন ছবিতে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী আফসানা মিমিকে। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন মানসমুকুল পাল। অনেকদিন ধরেই মিঠুন চক্রবর্তীকে নিয়ে ছবি বানাতে চেয়েছিলেন তিনি। অবশেষে সেই স্বপ্ন সফল হতে চলেছে। এই ছবির কথাবার্তা বলার জন্যই খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসছেন মানসমুকুল। তিনি কথা বলবেন অভিনেত্রী আফসানা মিমির সঙ্গে।
মানসমুকুল বললেই প্রথমেই যে ছবিটির কথা মনে পড়ে, সেটি হল ‘সহজপাঠের গপ্পো’। এই ছবিই তাঁকে বিনোদন দুনিয়ায় অন্য তকমা দিয়েছিল। তবে এই ছবির পরে লম্বা বিরতি নিয়েছিলেন মানসমুকুল। দীর্ঘদিন পরে তিনি ফিরছেন ছবি পরিচালনায়। আর এবার তিনি কাজ করতে চলেছেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে। ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী বছরে। দুই বাংলার প্রতিই লেখকের ভালবাসা রয়েছে, সম্মান রয়েছে দুই বাংলার সংস্কৃতির উপর। সেই কারণেই লেখক এবার দুই বাংলার অভিনেতাকে নিয়ে ছবি তৈরি করতে চাইছেন। হুমায়ূন আহমেদের উপন্যাসের ওপর ভিত্তি করে এগিয়ে যাবে ছবির গল্প।
প্রসঙ্গত, সদ্য দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন মিঠুন। সেই সময়ে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের কেরিয়ারের একেবারে শুরুর কিছু গল্প বলেছিলেন মিঠুন। নিজের জাতীয় পুরস্কার পাওয়ার সফরকেও ফিরে দেখলেন মিঠুন। বললেন, ‘আমি জাতীয় পুরস্কার পাওয়ার পরে একজন সাংবাদিক এসেছিলেন আমায় খুঁজতে খুঁজতে। আমি জাতীয় পুরস্কার পেয়েছি, আমার সাক্ষাৎকার নেবেন নাকি। আমি তখন তাঁকে বলেছিলাম, ‘আমি সাক্ষাৎকার দেব, যদি আমায় খেতে দেন। কারণ আমি এখনও খাবার খাইনি’। মিঠুন আরও বলেন, ‘এমন অনেক ছেলে-মেয়ে রয়েছেন যাঁদের আর্থিক সামর্থ নেই। কিন্তু আশা ছাড়লে চলবে না। আমার কি ছিল.. কিচ্ছু না। কিন্তু আমি যখন পেরেছি, আপনিও পারবেন।’
সেই সময়ে মিঠুনকে নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী মমতা শঙ্কর বলেছিলেন, ‘মনে পড়ে, মৃগয়ার পরে পরে ওর হাতে ছবি আসছিল না। সেই সময়ে ও অবসাদে ভুগত। আমি ওকে বলতাম, দেখ.. ঠিক একদিন হবে। সব ঠিক হয়ে যাবে। সেই জায়গা থেকে ও এত বড় একটা পুরস্কার পেল। ভীষণ খুশি হয়েছি আমি। এতটাই খুশি, মনে হচ্ছে হচ্ছে পুরস্কারটা আমিই পেয়েছি।’
You must be logged in to post a comment.