একটা সময় অক্ষয় কুমার মানেই ছিল সুপার হিট সিনেমা। কিন্তু এখন ঠিক তার উল্টো। একের পর এক ব্যর্থ হচ্ছে তার ছবি। ফলে নিজেকে হারিয়ে খুঁজছেন এই বলিউড খিলাড়ি।
আগামী ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে অক্ষয় অভিনীত ‘খেল খেল মে’ সিনেমাটি। এর প্রচারে দিন-রাত এক করে ফেলছেন তিনি। এরই অংশ হিসেবে মুম্বাইয়ের হাজি আলি দরগায় গিয়েছিলেন প্রার্থনা করতে। সিনেমা মুক্তির আগে তারকাদের ধর্মীয় স্থাপনায় যাওয়া নতুন কিছু নয়।
জানা গেছে, দরগা মেরামতের জন্য বড় অংকের অর্থ দান করেছেন অক্ষয়। এদিন নিজের প্রয়াত মা–বাবা হরি ওম ভাটিয়া ও অরুণা ভাটিয়ার উদ্দেশে দোয়া করেন। হাজি আলি দরগার মেরামতের জন্য এই বলিউড তারকা ১ কোটি ২১ লাখ টাকা দান করেছেন বলে খবর প্রকাশ করেছে একাধিক ভারতীয় গণমাধ্যম।
হাজি আলি ট্রাস্টের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ অহমদ তাহির এক বিবৃতিতে বলেন— হাজি আলি দরগার মেরামতের কাজ চলছে। এরই মধ্যে পদ্মশ্রী ও প্রকৃত মুম্বাইবাসী অক্ষয় কুমার আন্তরিকতা ও শ্রদ্ধার সঙ্গে সবার আগে সাড়া দিয়েছেন। তিনি দরগা মেরামতের দায়িত্ব নিয়ে ১ কোটি ২১ লাখ টাকা দান করেছেন।
এদিকে অক্ষয়ের দানের খবরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। সামাজিক মাধ্যমে কেউ কেউ তার প্রশংসা করছেন। আবার অনেকে এ নিয়ে তাকে কটাক্ষ করছেন। কেরলায় ভূমিধসের কবলে পড়া অসহায় মানুষদের দিকে তিনি কেন আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেননি, তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ মনে করেন, এ তারকা তার আসন্ন ছবির প্রচারণার কারণে এই দান করেছেন।
অক্ষয় কুমার অভিনীত ‘খেল খেল মে’ ছবিটি পরিচালনা করেছেন মুদসসর আজিজ। এখন দেখা যাক, এর মাধ্যমে ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেন কিনা তিনি।
You must be logged in to post a comment.