রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

হিন্দু বিদ্বেষের অভিযোগে ‘শামশেরা’ বয়কটের ডাক নেটপাড়ায়

ফোরাম প্রতিবেদক / ৩২৭ জন দেখেছেন
আপডেট : জুন ২৭, ২০২২
হিন্দু বিদ্বেষের অভিযোগে ‘শামশেরা’ বয়কটের ডাক নেটপাড়ায়
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ফের হিন্দু বিদ্বেষের অভিযোগ বলিউডের বিরুদ্ধে। রণবীর কাপুরের আসন্ন ছবি ‘শামশেরা’তে খলনায়ক হিসাবে সঞ্জয় দত্তের লুক দেখার পরেই ক্ষেপে উঠেছে নেটনাগরিকদের একাংশ। আসলে ভিলেন সঞ্জয় দত্তের কপালে তিলক কাটা দেখানোয় বিতর্ক শুরু হয়েছে। শামশেরা মুক্তির আগেই বয়কটের ডাকও দিয়েছে নেটিজেনদের একাংশ।

শামশেরা ছবিতে রণবীরকে দেখা যাবে ডাকাতের ভূমিকায়। বিপরীতে সঞ্জয় দত্ত ওরফে দারোগা শুদ্ধ সিং ইংরেজদের হয়ে কাজ করেন। অর্থাৎ তাঁকে গদ্দার হিসাবে দেখানো হয়েছে ছবিতে। যে ইংরেজদের হয়ে ভারতীয়দের উপরেই অত‍্যাচার করে। দারোগা শুদ্ধ সিংয়ের কপালে তিলক কাটা নিয়ে বিতর্কের সূত্রপাত।

নেটিজেনদের একাংশের অভিযোগ, বারবার হিন্দুদের খলনায়ক হিসাবে দেখানো হচ্ছে ছবিতে। এত ছবি ফ্লপ হওয়ার পরেও টনক নড়ল না বলিউডের! ছবি মুক্তি পাওয়ার আগেই অনেকে শামশেরা বয়কটের ডাক দিয়েছে। যদিও বিষয়টা নিয়ে কোনো মন্তব‍্য করেননি ছবি নির্মাতারা।

১৮৭১ সালের প্রেক্ষাপটে শুরু হচ্ছে শামশেরার গল্প। ডাকাত হয়েও ব্রিটিশ রাজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সে‌। কাঁধ ছাপানো ঝাঁকড়া চুল তার। তেজী ঘোড়া বশ মানে তার হাতের ইশারায়। তারপরেই ট্রেলারে দেখা মেলে তরুণ রণবীরের। তিনি হলেন ‘নতুন শামশেরা’। বাবার সাহসিকতার গাথা এগিয়ে নিয়ে যাবে ছেলে। এই প্রথম দ্বৈত ভূমিকায় দেখা যাবে রণবীরকে।

রয়েছে বানী কাপুরের লাস‍্যময়ী নাচ আর দুর্দান্ত সব সিনেম‍্যাটিক দৃশ‍্য। রণবীর কাপুর নেই সোশ‍্যাল মিডিয়ায়। তাঁর হয়ে স্ত্রী আলিয়া ভাট শেয়ার করেছেন শামশেরার ট্রেলার। পরপর সব ছবি মুক্তি পাবে রণবীরের। পাশাপাশি আরো কিছু ছবির কাজ বাকি রয়ে গিয়েছে তাঁর। শুটিংয়ের পাশাপাশি নতুন ছবির জন‍্য প্রচারও সারছেন তিনি।

শামশেরার পরিচালনায় রয়েছেন করন মালহোত্রা এবং প্রযোজনার দায়িত্বে রয়েছে যশরাজ ফিল্মস। আগামী ২২ জুলাই মুক্তি পেতে চলেছে শামশেরা। ততদিন পর্যন্ত অপেক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান