শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন

হাসপাতাল ছেড়ে বাসায় নুসরাত ফারিয়া

বিনোদন প্রতিবেদক / ৫১ জন দেখেছেন
আপডেট : ফেব্রুয়ারি ৯, ২০২৪
হাসপাতাল ছেড়ে বাসায় নুসরাত ফারিয়া
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

হাসপাতাল ছেড়েছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীর ইয়র্ক হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত তাকে রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন এই নায়িকা। নুসরাত ফারিয়ার মা ফেরদৌসি পারভীন গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছিলেন।

মেয়ের শারীরিক অবস্থার খবর জানিয়ে ফেরদৌসি পারভীন বলেছিলেন, ‘কয়েক দিন হলো কাজের চাপের কারণে খাওয়া-দাওয়ার অনিয়ম চলছিল ফারিয়ার। গ্যাস্ট্রিকের সমস্যাও ছিল। সন্ধ্যার পর শরীর খারাপ করে তার। শরীর বেশি খারাপ করলে তাকে হাসপাতালে ভর্তি করাই।’

ফারিয়ার সর্বশেষ অবস্থা জানিয়ে নুসরাত ফারিয়ার মা বলেন, ‌‘ফারিয়া এখন সুস্থ। রাতেই জ্ঞান, ফিরেছে, কথাও বলছে। চিকিৎসক শুক্রবার ফারিয়ার রক্ত পরীক্ষা করবেন বলে জানিয়েছেন। এরপরই বিস্তারিত জানা যাবে।’

ঢাকাই ছবির জনপ্রিয় এ নায়িকা ওপার বাংলাতেও নন্দিত। সিনেমায় অভিনয়ের মাঝেই নিয়মিত তিনি গান নিয়ে হাজির হয়েছেন। তাঁর ব্যস্ততা রয়েছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবেও।

প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান