শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন

হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ

ফোরাম প্রতিবেদক / ২৮২ জন দেখেছেন
আপডেট : জুলাই ১৫, ২০২২
হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

দেশের এক সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) দিবাগত রাতের শেষভাগে তার হার্ট অ্যাটাক হয়। এরপর দ্রুত সময়ের মধ্যে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করানো হয়।

শুক্রবার (১৫ জুলাই) সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন গীতিকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার।

এই গীতিকার ফেসবুকে ফেরদৌস ওয়াহিদের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “ফেরদৌস ওয়াহিদ ভাই গতরাত থেকে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন। হার্ট অ্যাটাক হয়েছে বলছে চিকিৎসক। তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা মহান আল্লাহর দরবারে।”

৬৯ বছর বয়সী এ সংগীতশিল্পী কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

সূত্রের খবর, ফেরদৌস ওয়াহিদকে নিয়ে যাওয়া হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে। এর আগে ২০২০ সালে করোনাভাইরাসে আক্রান্ত হন ফেরদৌস ওয়াহিদ। দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান