ভারতের দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সামনে এসেছে একটি বড় খবর। দক্ষিণী তারকা অভিনেতা বিক্রমকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেতা। বিক্রমের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
আজ ৮ জুলাই বিক্রমের ফিল্ম ‘পোনিয়িন সেলভান পার্ট 1’ এর টিজার প্রকাশ করার কথা ছিল, কিন্তু তার আগেই তার স্বাস্থ্যের অবনতি ঘটে। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে, বিক্রম হৃদরোগে আক্রান্ত হয়েছেন, তবে ডাক্তার বা বিক্রমের টিমের পক্ষ থেকে এমন কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ করা হয়নি।
অভিনেতা বিক্রমের ছবি ‘পোনিয়িন সেলভান’ সম্পর্কে বলতে গেলে, এটি একটি বিগ বাজেটের সিনেমা। ছবিটি পরিচালনা করেছেন মণি রত্নম। ছবিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই, কার্তি, জয়ম রবি, শরৎ কুমার এবং ত্রিশা। এছাড়া ‘কোবরা’ ছবিতে দেখা যাবে বিক্রমকে।
এর আগে অপরিচিত এবং ‘I” সিনেমা করে সারা ভারতে সারা ফেলে দিয়েছিলেন বিক্রম। বর্তমানে বিক্রমের আরোগ্য কামনা করছেন তাঁর ভক্তরা। বিক্রমের এই খবর সামনে আসার পর গোটা তামিল ইন্ডাস্ট্রি থেকে উদ্বেগের খবর সামনে আসছে।
You must be logged in to post a comment.