রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

হাসপাতালে ভর্তি জাহিদ হাসান, সবশেষ অবস্থা জানালেন অভিনেত্রী মৌ

বিনোদন প্রতিবেদক / ২৮ জন দেখেছেন
আপডেট : জুন ৯, ২০২৫
হাসপাতালে ভর্তি জাহিদ হাসান, সবশেষ অবস্থা জানালেন অভিনেত্রী মৌ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান চারদিন ধরে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছেন। ঠান্ডাজনিত কারণে জটিলতা দেখা দিয়েছিল। তবে বর্তমানে শারীরিক অবস্থা আগের থেকে ভালো।

সোমবার (৯ জুন) সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন অভিনেতার স্ত্রী, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। তিনি বলেন, জাহিদকে নিয়ে হাসপাতালে আছি। ঠান্ডাজনিত কারণে শরীর খারাপ হয়েছিল। প্রথমে জ্বর আসে, তারপর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। ঈদের আগের দিন হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

মডেল-অভিনেত্রী মৌ আরও বলেন, এখন শরীর আগের থেকে অনেকটা ভালো। কিছুটা সুস্থ হলেই হাসপাতাল থেকে বাসায় নিয়ে যেতে পারব জাহিদকে।

এদিকে পবিত্র ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’ সিনেমা। পারিবারিক গল্পনির্ভর সিনেমাটি পরিচালনা করছেন তানিম নূর। এতে জাহিদ হাসান ছাড়াও আরও অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী ও জয়া আহসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান