মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন

হাসপাতালে ভর্তি ঊর্মিলা

বিনোদন প্রতিবেদক / ৫১ জন দেখেছেন
আপডেট : ডিসেম্বর ১২, ২০২৩
হাসপাতালে ভর্তি ঊর্মিলা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

হাসপাতালে ভর্তি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। সোমবার (১১ ডিসেম্বর) সকালে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন তিনি। জরুরি ভিত্তিতে সঙ্গে সঙ্গেই তাঁকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, বর্তমানে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন ঊর্মিলা। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস অফিসার সি এফ জামান।

এই কর্মকর্তা বললেন, ‘আপাতত তিনি পর্যবেক্ষণে আছেন। ১২ ঘণ্টা যাওয়ার পর বলা যাবে কবে বা কখন বাসায় ফিরতে পারবেন? সিটি স্ক্যানও করা হয়েছে, সেটার রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে তাঁর আঘাত কতটা গুরুতর।’

এর আগে চলতি বছরের মার্চে হৃদযন্ত্রের সমস্যার কারণে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিতে হয় ঊর্মিলাকে।

প্রসঙ্গত, জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে অভিনয় শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান